নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : অযোধ্যা মামলার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী |
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/05/Rahul-Gandhi.jpg)
টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন যে, সুপ্রিম কোর্ট অযোধ্যা ইস্যুতে রায় দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদের সকলকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। এটি আমাদের সকল ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্ব, বিশ্বাস এবং ভালবাসার সময়।
প্রসঙ্গত, শনিবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই জমি রামলালার। সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় অধিগৃহীত জমিতেই ৫ একর জমি দেওয়া হোক। রায়ে সুপ্রিম কোর্ট ট্রাস্ট গঠন করে তিনমাসের মধ্যে সরকারকে মন্দির তৈরির পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশও দেয়।