নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন অকিল কুরেশি৷ কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রক তাঁর নিযুক্তি নিয়ে বিজ্ঞপ্তি আজ জারি করেছে৷ এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য ছেড়ে চলে গেছেন৷ তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/high-court-tripura-1024x671.jpg)
অকিল কুরেশি বর্তমানে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তাঁকে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথমে বিচারপতি কুরেশিকে মধ্য প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব পুনর্বিবেচনার আবেদন জানালে সুপ্রিম কোর্ট বিচারপতি কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব দেয়৷ কিন্তু, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় গুজরাট হাইকোর্ট বার এসোসিয়েশন সুপ্রিম কোর্টে আপিল করে৷বৃহস্পতিবার ওই আবেদনের শুনানির দিন ধার্য ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে৷ কিন্তু গতকাল শুনানি পিছিয়ে ১৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য হয়৷
কিন্তু, কেন্দ্রীয় ন্যায় এবং বিচার মন্ত্রক বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ আজ কেন্দ্রীয় ন্যায় এবং বিচার মন্ত্রকের যুগ্ম সচিব রাজেন্দর কাশ্যপ আজ বিচারপতি অকিল কুরেশির ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছেন৷ ধারণা করা হচ্ছে, খুব শীগ্রই বিচারপতি কুরেশি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন৷
এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য ত্যাগ করেছেন৷ তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন৷ শীগ্রই তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন৷