শিক্ষক পদে ৫৫৭টি অফার ছাড়া হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগে শিক্ষা দপ্তর অফার ছেড়েছে৷ ৪৪৮জন এসটিজিটি এবং ৯জন এসটিপিজিটির অফার ডাক মারফত পাঠানো হয়েছে৷ এদিকে, ৭৫৯জন টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগে অর্থ দপ্তরের অনুমোদন চেয়ে ফাইল পাঠিয়েছে শিক্ষা দপ্তর৷ বৃহস্পতিবার মহাকরণে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


তিনি জানান, গত জুন মাসে নবম ও দশম শ্রেণীর জন্য ৬২৫জন এসটিজিটি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ৭৫জন এসটিপিজিটি শিক্ষকের চাহিদা রয়েছে বলে টিআরবিটিকে বাছাই করে দেওয়ার জন্য বলেছিল শিক্ষা দপ্তর৷ টিআরবিটি ৪৫০জন এসটিজিটি এবং ১০জন এসটিপিজিটি শিক্ষক বাছাই করে শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছিল৷ তাদের এখন অফার দেওয়া হয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷
শিক্ষা দপ্তর সূত্রে খবর, এসটিজিটি ২জনের অফার ছাড়া হয়নি৷ কারণ তাদের মধ্যে একজনের বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছে৷ ফলে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া তাকে নিয়োগপত্র দেওয়া সম্ভব নয়৷

অন্য আরেকজনের বিএড সার্টিফিকেট যাচাইয়ের জন্য এনসিইটির কাছে পাঠানো হয়েছে৷ কারণ, ওই চাকুরী প্রত্যাশী যেই কলেজ থেকে বিএড কোর্স করেছেন সেই কলেজের এনসিটিইর অনুমোদন রয়েছে কিনা তা জানতে চেয়েছে শিক্ষা দপ্তর৷ ঠিক একই ভাবে এসটিপিজিটির একজন চাকুরী প্রত্যাশীর বিএড সার্টিফিকেট এনসিটিইর কাছে যাচাই করার জন্য পাঠানো হয়েছে৷ ওই কলেজের এনসিটিইর অনুমোদন রয়েছে কি না তা জানা গেলে ওই চাকুরী প্রত্যাশীর অফার ছাড়া হবে৷

সূত্রের খবর, শিক্ষায় অনুন্নত নির্বাচিত ব্লক এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলিতে ৫৫৭জন শিক্ষক শিক্ষিকাকে নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, ওই ব্লক এলাকার বিধানসভা ক্ষেত্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের চাপেই তাদের নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ডম্বুরনগর, ছাওমনু, গঙ্গানগর, দামছড়া, দশদা, অম্পিনগর, করবুক, রূপাইছড়ি, কিল্লা, মুঙ্গিয়াকামী, তুলাশিখর, রইস্যাবাড়ি এবং শিলাছড়ি ব্লকে অবস্থিত বিদ্যালয়গুলিতে ওই শিক্ষক শিক্ষিকাদের নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *