এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে গান্ধী পরিবারের : সরকার সূত্রের খবর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে গান্ধী পরিবারের| কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এসপিজি নিরাপত্তার পরিবর্তে এবার থেকে জেড প্লাস সুরক্ষা পাবেন গান্ধী পরিবারের সদস্যরা| দেশের সর্বত্র গান্ধী পরিবারকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| অর্থাত্ এবার থেকে এসপিজি নিরাপত্তা পাবেন না কংগ্রেসের অর্ন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা| যদিও, এখনও পর্যন্ত সরকারিভাবে এই ঘোষণা করা হয়নি|

শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, অর্থাত্ গান্ধী পরিবারের স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর| গান্ধী পরিবারের সদস্যদের দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা| নিরাপত্তার দায়িত্বে থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *