চিনের ওপেন থেকে বিদায় সাইনা নেহওয়ালের

বেজিং, ৬ নভেম্বর (হি.স.) : চিনের ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন সাইনা নেহওয়াল। বুধবার ফুঝোতে প্রথম রাউন্ডে কাই ইয়ান ইয়ানের কাছে তিনি পরাজিত হন। পুরো ম্যাচেই সাইনা দেখে মনে হয়নি তিনি খুব স্বস্তিতে রয়েছেন। পর পর পয়েন্ট তুলে নিতেও রীতিমতো কষ্ট করতে হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত তিনি হারলেন ৯-২১, ১২-২১-তে স্ট্রেট গেমে। বিশ্বের ন’নম্বর সাইনার মহিলাদের সিঙ্গলসের ম্যাচ চলল মাত্র ২৪ মিনিট। পুরুষদের সিঙ্গলসে এগোলেন পারুপল্লী কাশ্যপ। স্ত্রী না পারলেন স্বামী সহজেই প্রথম রাউন্ড জিতে এগোলেন।

পারুপল্লী কাশ্যপ স্ট্রেট গেমে হারালেন থাইল্যান্ডের সিথিকম থামাসিনকে। কাশ্যপ তাঁর প্রতিপক্ষকে হারালেন ২১-১৪, ২১-৩-এ। ম্যাচ গড়াল মাত্র ৪৩ মিনিট। দ্বিতীয় রাউন্ডে কাশ্যপকে খেলতে হবে সপ্তম বাছাই ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনকে।

এর আগেও তিনি পর পর তিনবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। আবারও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন চিন ওপেনে। গত মাসে একমাত্র ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *