বিমানবন্দর থেকে আগরতলা শহরে ট্যাক্সি পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ সারা দেশের মধ্যে ত্রিপুরাকে পর্যটনের উৎকৃষ্ট কেন্দ্র এবং অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাকে সফল করার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম একাধিক কর্মসূচি হাতে নিয়েছে৷ তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম পর্যটনকে প্রসারিত করার লক্ষ্যে আরও দুটি কর্মসূচি হাতে নিয়েছে৷ এই কর্মসূচির মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে আগরতলা পর্যন্ত ট্যাক্সি পরিষেবা এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির উপর ফটো ও ভিডিও প্রতিযোগিতা৷


ত্রিপুরার পর্যটন শিল্পকে ঢেলে সাজানো এবং পর্যটকদের জন্য পরিষেবা বাড়ানোর লক্ষ্যে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে আগরতলা শহর এবং শহর সংলগ্ণ আসা বিমান যাত্রীদের জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে আজ থেকে ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছে৷


পর্যটনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির উপর ফটো ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ এই প্রতিযোগিতা চলবে ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত৷ এক্ষেত্রে প্রতিটি পর্যটন কেন্দ্রের সবর্োচ্চ ৩টি ফটোগ্রাফ ও ২টি ভিডিওগ্রাফ বিবেচিত হবে৷ প্রতিযোগীকে অবশ্যই হার্ড এবং সফট কপি (ডিভিডি / সিডি) জমা দিতে হবে৷ হাই-রেজোলিউশন সম্পন্ন প্রতিটি ফটোর সাইজ নির্দিষ্ট করা হয়েছে ৮ ইঞ্চি বাই ১০ ইঞ্চি এবং ভিডিওগুলির সময়সীমা ২০ সেকেণ্ডের মধ্যে হতে হবে৷


এই প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের প্রতিটি ফটোর জন্য ২০০০ টাকা এবং প্রতিটির ভিডিও-র জন্য ৫০০০ টাকা দিয়ে পুরসৃকত করা হবে৷ বিস্তারিত বিবরণ জানতে ইচ্ছুক প্রতিযোগীদের পর্যটন দপ্তরের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *