পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলার বিবেকানন্দ ময়দানে আজ পশ্চিম জেলাভিত্তিক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়৷ এ উপলক্ষে এন ডি আর এফ, টি এস আর, রেডক্রস, স্বাস্থ্য দপ্তর এবং অগি নির্বাপক দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় প্রাক’তিক দুর্যোগ প্রশমনের বিভিন্ন বিষয়ে মহড়া আয়োজিত হয়৷ দুর্যোগ প্রশমনের মহড়ার উদ্বোধন করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা উত্তর-পূর্বা’লের ভূমিকম্প প্রবণ এলাকার ৫ নং জোনে রয়েছে৷ এজন্য আমাদের সবসময়ই এই দুর্যোগটির জন্য প্রস্তুত থাকা জরুরি৷ বাড়িঘর বানানোর সময়ও এই কথাটি মনে রেখেই বাড়ির নির্মাণ কাজ করতে হবে৷

তিনি বলেন, সারা বিশ্বেই এখন নানা প্রাক’তিক দুর্যোগ ঘটছে৷ এজন্য সারা বিশ্বেই এ বিষয়ে আধুনিক প্রযুক্তির সর’াম প্রস্তুত রাখা হচ্ছে এবং দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক মহড়া ও সেমিনার আয়োজিত হচ্ছে৷ আমাদের দেশেও এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে৷ দুর্যোগ মোকাবিলা কর্মসূচিতে আমাদের ত্রিপুরা রাজ্যও পিছিয়ে নেই৷ এ রাজ্যেও দুর্যোগ পরবর্তী প্রস্তুতি স্বরূপ আধুনিক সর’াম প্রস্তুত রাখা হয়েছে৷ তিনি বলেন, দুর্যোগ যে কোনও সময় আসতে পারে৷ তাই দুর্যোগ আটকানো না গেলেও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্য যাতে আটকানো যায় সেই প্রস্তুতি সকলকেই রাখতে হবে৷ সকলকেই যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য প্রাথমিক ধারণা অর্জন করে রাখতে হবে৷


অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ এন মাহাত্মে৷ মহড়ার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস ডি এম এ-এর এস পি ও ডা. শরৎ কুমার দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সদর ডি সি এম অনিমেষ ধর৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত বসে আঁকো ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *