মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিবসেনা থেকেই হবে : সুর চড়ালেন সঞ্জয় রাউত

মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ফের সুর চড়ালেন শীর্ষ শিবসেনা নেতা সঞ্জয় রাউত| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব পদের দাবিদার প্রসঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকবার সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে| আরও একধাপ এগিয়ে মঙ্গলবার সঞ্জয় রাউত জানালেন, ‘মহারাষ্ট্র নিয়ে যাবতীয় সিদ্ধান্ত মহারাষ্ট্রেই হবে| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিবসেনা থেকেই হবে| চেহারা এবং মহারাষ্ট্রের রাজনীতিতে বদলে আসতে চলেছে, আপনারা তা দেখতে পারবেন|’

শেষ হাসি শিবসেনাই হাসবে, জয় হবে শিবসেনারই, এমনই দাবি করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘আপনারা যাকে হাঙ্গামা বলছেন, তা আসলে হাঙ্গামা নয়, বরং ন্যায় ও অধিকারের লড়াই| জয় আমাদেরই হবে|’ মঙ্গলবার ধরলে হাতে রয়েছে আর মাত্র তিন দিন| নির্ধারিত সময়ের মধ্যে সরকার গড়তে না পারলে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে মারাঠা-ভূমে| রীতিমতো চাপে রয়েছে গেরুয়া শিবির| মুখ্যমন্ত্রিত্বের দাবিতে শিবসেনা অনড় থাকায়, বিজেপি আরও চাপে পড়ে গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *