লন্ডন, ৬ নভেম্বর (হি.স.) : আপাতত জেলেই থাকতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কান্ডে অভিযুক্ত পলাতক মুম্বইয়ের হিরে ব্যবসায়ী নীরব মোদীকে। এনিয়ে পঞ্চমবার নীরব মোদীর জামিন আবেদন খারিজ করল ব্রিটেনের আদালত। বুধবার ব্রিটেনের হাইকোর্ট পলাতক ব্যাঙ্ক জালিয়াত নীরবের আবেদন খারিজ করে। আদালতের তরফে জানানো হয়, ছাড়া পেলে নীরব মোদী- যে তদন্তে বাধা দিতে পারেন, তার প্রমাণ তাদের কাছে রয়েছে। তিনি সাক্ষীদের ভয় দেখাতে পারেন, সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন. তদন্তে হস্তক্ষেপ করতে পারেন। সেই কারণেই নীরব মোদীর জামিন আবেদন খারিজ করা হচ্ছে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/02/Nirav-Modi.jpeg)
এর আগে চারবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে খারিজ হয়েছে নীরবের জামিনের আবেদন। চতুর্থবার ১২ জুলাই তার জামিন আদেবন খারিজ হওয়ার পর নতুন করে জামিন আবেদন জানিয়েছিল নীরব। যা এদিনও ফের হল খারিজ। চলতি বছরের ১৯ মার্চ লন্ডনে গ্রেফতার হন নীরব মোদী। ভারতের আর্জির প্রেক্ষিতে স্কটল্যান্ড ইয়ার্ড তাঁকে গ্রেফতার করে। সেই থেকে জেল হেফাজতেই রয়েছেন ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই হিরে ব্যবসায়ী।