কল্যাণপুরে টিভি ম্যাকানিক্সের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ নভেম্বর৷৷ কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুর এলাকার বাসিন্দা জ্যোতিন্ময় গোস্বামী৷ বয়স আনুমানিক ৪৫ বছর৷ এলাকায় সে একজন টেলিভিশন মেকানিক্স হিসাবে পরিচিত৷ তবে দিনের বেশিরভাগ সময় সে মদমত্ত অবস্থায় থাকতো৷ প্রায়ই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে রাতে ফিরত না৷


প্রতিদিনের ন্যায় রবিবার সকালে কাজের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বেড় হয়৷ রাতে আর বাড়ি ফিরে আসেনি৷ এরই মধ্যে সোমবার সকালে কল্যাণপুর থানার অন্তর্গত মুণ্ডাবাস্তি সংলগ্ণ নদীর পাশে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা৷ সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে৷ কল্যাণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এরই মধ্যে জ্যোতিন্ময় গোস্বামীর বড় ভাই চিন্ময় গোস্বামী সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷


চিন্ময় গোস্বামী মৃতদেহ শনাক্ত করেন৷ তিনি জানান মৃতদেহটি ওনার ছোট ভাইয়ের৷ তিনি আরও জানান জ্যোতিন্ময় গোস্বামী প্রায়ই মদমত্ত অবস্থায় থাকতো৷ আর এই অতিরিক্ত মদ্যপানের ফলে হয়তো মৃত্যু হয়েছে তাঁর৷এইদিকে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷


কল্যাণপুর থানার এক এসআই জানান প্রাথমিক ভাবে মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপানের ফলে জ্যোতিন্ময় গোস্বামীর মৃত্যু হয়েছে৷সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কল্যাণপুরের মুণ্ডাবাস্তি সংলগ্ণ এলাকায়৷ প্রশ্ণ উঠছে জ্যোতিন্ময় গোস্বামীর মৃত্যু আদৌ অতিরিক্ত মদ্যপানের ফলে হয়েছে, নাকি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ যদিও পুলিশের সঠিক তদন্তে তা বেরিয়ে আসবে৷ আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *