নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ সোমবার সকালে যাত্রীবাহী ম্যাক্স গাড়ির সঙ্গে একটি লড়ির দুর্ঘটনায় আহত হয় ম্যাক্সে থাকা ৬জন৷ তাদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
পড়ে অবস্থার অবনতি ঘটনায় স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে৷ ঘটনা জাতীয় সড়কের রানীরবাজার নলগড়িয়া এলাকায়৷ ম্যাক্সের যাত্রীদের বক্তব্য এই গারিতে করে খোয়াই ও তেলিয়ামুড়া অফিস এবং সুকলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা৷ রাস্তায় যাত্রীবাহি ম্যাক্স গাড়িটি সামনে থাকা একটি লড়িকে ওভারটেক করতে যায়৷ আর এতেই ঘটে বিপত্তি৷ নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা লড়িটির পেছনে৷ এরপরেই উল্টে যায় যাত্রীবাহি ম্যাক্স গাড়িটি৷ এই ঘটনায় সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যহত হয় জাতীয় সড়কে৷ ঘটনা স্থলে যায় পুলিশ৷ গাড়ি দুটিকে নিজেদের হেপাজতে নেয়৷