পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রবিবার সকালে ভয়াবহ আইক দুর্ঘটনা কল্যাণপুরে৷ ঘটনার বিরবনে জানা যায় এইদিন সকালে ওয়াতিলংটিলা এলাকা থেকে গানের জলসা দেখে কল্যাণপুর থেকে দুই বন্ধু টিফিন খেয়ে বাড়ি ফেরার পথে কল্যাণপুর মাখনলাল চক্রবর্তী সেতুর উপর টিআর-০১- এসি- ০৬৭৮ নাম্বারের বাইকটি সজোরে সেতুর দেওয়ালে ধাক্কা মারে চালকের অসাবধানতার কারণে৷ এতে বাইকটি দুমরে মুচরে যায়৷ গুরুতর ভাবে আহত হয় বাইক চালক প্রতাপ দেববর্মা, বয়স ২২ বছর এবং তার বন্ধু ইমন দেববর্মা, বয়স ২২ বছর৷


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ভিড় জমায় স্থানীয় লোকজন৷ বাইক চালক প্রতাপ দেববর্মার ডান হাতের আঙ্গুল কেটে যায়৷ অপরদিকে ইমনের বাম পায়ে গুরুতর ভাবে আঘাত লাগে৷ কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন৷

ঘটনা সম্পর্কে জানান দমকল বাহিনীর এক কর্মী৷ তিনি জানান মাত্রাতিরিক্ত গতির ফলে হয়তো এই দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ ক্রমশ যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে কল্যাণপুরে৷ অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে ধরনা সাধারন জনগণের৷ দাবি উঠছে দ্রুত ব্যবস্থা গ্রহণের৷


এদিকে, কুমারঘাটে একটি অটো দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক৷ তাছাড়াও কয়েকজন যাত্রী অল্প আহত হয়েছেন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোনাইমুখী এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *