নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ শহরটা আমাদের৷ একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের৷ শহরবাসীর জন্য বিশুদ্ধ পানীয়জল সরবরাহে আগরতলা শহরের ১০টি জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়েছে, এগুলোর রক্ষণাবেক্ষণে অগ্রণী ভূমিকা নিতে হবে প্রত্যেক নাগরিককে৷ শনিবার আগরতলা সিটি সেন্টারে অনুষ্ঠিত স্মার্টসিটি মিশনের আওতাভুক্ত ১০টি ওয়াটার এটিএম-র আনুষ্ঠানিক সূচনা করে এ-কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0057-1280x854-1024x683.jpg)
প্রসঙ্গত, আগরতলা শহরের রাজ্য সচিবালয়, গোর্খাবস্তি, সিটি সেন্টার, ত্রিপুরা মেডিক্যাল কলেজ, ডিমসাগর, রাধানগর, আইএলএস হাসপাতাল, জিবিপি হাসপাতাল, নাগেরজলা, গোলবাজার, এই ১০টি জায়গায় ওয়াটার এটিএম বসানো হয়েছে৷ এর জন্য ব্যয় হয়েছে ১ কোটি ১১ লক্ষ ৪০ হাজার টাকা৷
এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, স্মার্টসিটির মধ্যে বিশুদ্ধ পানীয়জল, শৌচালয় এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলি রয়েছে৷
পাশাপাশি শহরে সিসি ক্যামেরা, লাইট এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোথাও আটকে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার ব্যবস্থার দিকগুলিও স্মার্টসিটির মধ্যে থাকবে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার আগরতলা শহরে স্মার্টসিটি প্রকল্প রূপায়ণে কাজ করে চলেছে৷ সাংসদ ভৌমিক আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে ভারতবর্ষের ছোট ছোট রাজ্যের শহরগুলিকে স্মার্টসিটি হিসেবে গড়ে তোলার সংকল্প নেন৷ যেখানে মানুষ উন্নত জীবনযাত্রার জন্য সব ধরনের সুবিধা পাবেন৷
তিনি বলেন, ভারতবর্ষের একশোটি শহরকে স্মার্টসিটিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার মধ্যে আগরতলা শহর অন্যতম৷ তাঁর দাবি, স্মার্টসিটি প্রকল্পে আগরতলায় দু হাজার কোটি টাকার কাজ হবে৷ এর মধ্যে প্রথম ধাপে ৯৯৯ কোটি টাকার মধ্যে কেন্দ্র ৫০ এবং রাজ্য ৫০ শতাংশ ব্যয়ভার বহন করবে৷ তিনি জানান, স্মার্টসিটি প্রকল্পে আগরতলা শহর থেকে এমবিবি বিমানবন্দর পর্যন্ত রাস্তাটি ডাবল লেন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ একই সাথে আখাউড়া চেকপোস্ট থেকে আগরতলা শহর পর্যন্ত সড়ককেও উন্নত করতে রাজ্য সরকার প্রয়াস নিয়েছে৷
বর্তমানে রাজ্যে রেল সম্পসারণের পাশাপাশি বিমান পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার যে-সব পদক্ষেপ গ্রহণ করেছে তা তিনি তুলে ধরেন৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা৷ উপস্থিত ছিলেন আগরতলা স্মার্টসিটি লিমিটেডের চেয়ারম্যান তথা নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব কিরণ গিত্যে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কমিশনার ড় শৈলেশ কুমার যাদব৷