নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ নভেম্বর৷৷ বাইদ্যাদিঘী বাজারে সংঘর্ষের ঘটনায় আজ শান্তি বৈঠকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় অঙ্গীকার নিয়েছে স্থানীয় জনগণ৷ শুধু তাই নয়, যে কোন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা৷ ফলে, আজ বাইদ্যাদিঘী এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন৷ পাশাপাশি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ণে একটি শান্তি কমিটিও গঠন করা হয়েছে৷ বিশালগড় থানার ওসি প্রণব দেবনাথের নেতৃত্বে ১১ জনকে নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে৷ এদিকে, গত ৩০ অক্টোবর রাতে বাইদ্যাদিঘী বাজারে সংঘর্ষের ঘটনায় ধৃত পাঁচ জনের মধ্যে চার জনকে আজ শর্তাধীন জামিন দিয়েছে আদালত৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/04/Tripura.jpg)
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘী এলাকায় গোষ্ঠী কোন্দলের জেরে সংঘর্ষ হয়৷ তাতে, ৮ জন আহত হন এবং দুইটি দোকান ও একটি ট্রিপার গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল৷ তাছাড়া, কয়েকটি গাড়ি এবং দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ ওই ঘটনায় এলাকায় পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল৷ তাই, মহকুমা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল৷ এদিকে, সংঘর্ষের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে৷ তাদের মধ্যে চার জনকে আজ আদালত শর্তাধীন জামিন দিয়েছে৷ এক জন এখনো জি বি হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন৷
এদিকে, আজ বাইদ্যাদিঘী বাজারে জেলা ও মহকুমা প্রশাসন সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ ওই বৈঠকে অংশ নেন৷ বৈঠকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ হন৷ পাশাপাশি, ওই বৈঠকে একটি কমিটিও গঠন করা হয়েছে৷ এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার দায়িত্ব ওই কমিটির উপর বর্তেছে৷ এদিকে, আজ ওই এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে৷