কৈলাসহর সীমান্তে হাতি উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ধর্মনগরের বৈঠাং বাড়ির পর এবার কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের সমরুরমুখ এলাকায় শুক্রবার গভীর রাতে এক বড় হাতী প্রবেশ করলে গ্রামে আতঙ্ক ছড়ায়৷ হাতীর পেছনে ধাওয়া করে প্রায় ২ কিমি যাওয়ার পর গ্রামবাসীরা হাতিটিকে আটক করতে সক্ষম হয়৷


শনিবার কৈলাসহর থানা ও বন দপ্তরে গ্রাবাসীরা এ খবর জানালে মহকুমা ফরেস্ট আধিকারিক পল্লব চক্রবর্তীর নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ খজ্জঘটনাস্থলে গিয়ে হাতিটিকে উদ্ধার করে৷ পল্লব চক্রবর্তী জানান চল্লিশ থেকে পয়তাল্লিশ বৎসরের এই হাতিটি একটি মহিলা হাতি৷ হাতিটির পায়ে একটি শিকল লাগানো রয়েছে৷ তবে কিভাবে হাতিটি এখানে আসল তা এখনও বোধগম্য নয ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *