নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ছট পূজা উপলক্ষ্যে ত্রিপুরাবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তিনি আগরতলায় খেজুরবাগানস্থিত শ্রীকৃষ্ণ মিশন সুকল সংলগ্ণ জলাশয়ের পাড়ে আয়োজিত ছট পূজায় অংশগ্রহণ করেন৷ ছট পূজায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তার সহধর্মিনী নিতি দেব রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0989-1848x1224-1280x847-1024x678.jpg)
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দেব বলেন, এ-দেশের মা-বোনেরা অন্যান্য পূজার পাশাপাশি ছট পূজায় সূর্যদেবের কাছে এবং গঙ্গা মায়ের কাছে নিজেদের পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন৷ মা যেমন তাঁর সন্তানের সুখ-সমৃদ্ধি ও সাফল্য কামনা করে থাকেন তেমনি এই উৎসবের মাধ্যমেও মা-বোনেরা পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করেন৷
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ছট পূজায় অংশগ্রহণকারী মা-বোনদের ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি রাজ্যবাসীর ঘরে ঘরেও সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং ত্রিপুরাকে এক নতুন দিশা দেওয়ার যে সংকল্প রাজ্য সরকার নিয়েছে তা নিশ্চয়ই সফল হবে৷ এদিনের পূজা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডা. দিলীপ কুমার দাস৷ প্রসঙ্গত, সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও ছট পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ আগরতলায় খেজুরবাগানে অবস্থিত জলাশয়ে জাঁকজমকভাবে ছট পূজা পালিত হচ্ছে৷ ছট পূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে৷