বাইজলবাড়িতে বিধবাকে কুপিয়ে হত্যা, যুবকের মৃতদেহ উদ্ধার মুঙ্গিয়াকামীতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/ তেলিয়ামুড়া, ১ নভেম্বর৷৷ পৃথক স্থানে দুজুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ খোয়াই জেলার বাইজলবাড়ি এবং মুঙ্গিয়াকামি এলাকায় মৃতদেহ উদ্ধারের খবরে প্রশ্ণ উঠছে আইন শৃঙ্খলা নিয়ে৷ বাইজলবাড়িতে নিজ বাড়ির উঠানেই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ অন্যদিকে, মুঙ্গিয়াকামীর উত্তর মহারাণীপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে রহস্যের সৃষ্টি হয়েছে৷ এক্ষেত্রে ওই যুবকের পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যাকান্ড৷


নিজ বাড়ির উঠান থেকে উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ৷ ঘটনা খোয়াই থানাধীন রতনপুর এডিসি ভিলেজের জুমিয়া কলোনি এলাকায়৷ মৃতার নাম ফুলমতি দেববর্মা, বয়স ৫০৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক দল৷ নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর৷


মৃতার দেবর জানান বৃহস্পতিবার রাতে তার কাছে মৃতার মেয়ে জামাই ফোন করে জানায় বাড়ির উঠানে তার বৌদির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে৷ সেই মোতাবেক ছুটে আসে দেবর বিনয় দেবববর্মা৷ মৃতার স্বামী প্রায়ত হয়েছেন৷ তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে৷ দুই ছেলে বিয়ে করে অন্যত্র থাকে৷ আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে৷ রাতে এলাকাবাসী ছোট মেয়ের জামাইকে ফোন করে শাশুড়ির রক্তাক্ত মৃতদেহ পরে থাকার খবর দেয় বলে জানা গেছে৷ সেই খবর পেয়ে ছুটে যায় মেয়ের জামাই৷ তারপর সে বাকিদের খবর দেয়৷ বাইজল বাড়ী ফাঁড়ির পুলিশ প্রথমে ঘটনা স্থলে যায়৷ কিন্তু রাত হয়ে যাওয়ায় মৃতদেহ সরানো হয়নি৷ শুক্রবার সকালে পুলিশ সহ ফরেন্সিক ও ডগস্কোয়াড ঘটনাস্থলে যায়৷ শুরু হয় তদন্ত প্রক্রিয়া৷ পুলিশ জানায় আততায়ীদের হাতে খুন হয়েছেন ফুলমতি দেববর্মা৷ তদন্ত প্রক্রিয়া চলছে৷ এই ঘটনা চাউর হতেই ভীড় জমায় এলাকার মানুষ৷ চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ জানা গেছে মৃতার এক ছেলে থাকে মোহনপুর৷ অন্য ছেলে থাকে বাইজলবাড়ি এলাকায়৷ কি কারণে এই হত্যার ঘটনা তা স্পষ্ট হবে পুলিশি তদন্তেই৷ মৃত মহিলার ঘাড়ে গভীর ক্ষত চিহ্ণ রয়েছে৷


এদিকে, মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ এটি কি হত্যা নাকি অন্য কোনো কারণে যুবকের মৃত্যু এনিয়ে পুলিশ দ্বন্ধে৷ কল্যাণপুর থানা সূত্রে জানা যায়, মুঙ্গিয়াকামী এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মার ছেলে রাকেশ দেববর্মা(২০)৷ তার দুই বন্ধুর সাথে উত্তর মহারানীপুরে যায় গানের জলসা দেখার জন্য বৃহস্পতিবার রাতে৷


গানের জলসা শেষ হলে দুই বন্ধু বিশপ দেববর্মা ও সৈনিক দেববর্মা বাড়ি ফিরে গেলেও রাকেশ দেববর্মা রাতে বাড়ি ফিরে আসেনি৷ শুক্রবার সকালে উত্তর মহারানীপুর বাজারের পাশে মৃতেদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা মুঙ্গিয়াকামী থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়৷ এলাকার একটি অংশের মানুষ জনের অভিমত অতিরিক্ত মাদক দ্রব্য সেবনের ফলেও মৃত্যু হতে পারে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ তবে পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড৷ পুলিশ সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *