![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/01/navojit-singh-sidhu.jpg)
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : প্রশাসনের অনুমোদন পেলে পাকিস্তানে অনুষ্ঠিত কর্তারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। শনিবার এমনই জানিয়েছেন তাঁর স্ত্রী নভজ্যোত কাউর সিধু।
এই মর্মে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুমতি চেয়ে চিঠিও লিখেছেন অমৃতসর পূর্বের বিধায়ক নভজ্যোত সিং সিধু। কর্তারপুর করিডর উদ্বোধন উপলক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমন্ত্রণ জানিয়েছেন সিধুকে। তারপরেই আমন্ত্রণ রক্ষার জন্য তোরজোড় শুরু করে দিয়েছেন তিনি। নভজ্যোত কাউর সিধু জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন কর্তারপুর করিডোর খোলার জন্য প্রথম দাবি তুলেছিলেন সিধু। তাই উদ্বোধন অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকাটা একান্ত জরুরি। যাবতীয় অনুমতি পেলে অবশ্যই উপস্থিত থাকবেন সিধু। কর্তারপুর করিডোরের উদ্বোধনের পর দুই দেশের সম্পর্কে যদি আরও ভাল হয় তবে আট্টারি বর্ডারও খুলে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থেকে অনুমতি পেলে অবশ্যই উপস্থিত থাকবেন সিধু। অন্যদিকে বিদেশমন্ত্রক আগেই স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট শর্ত পালনের প্রতিশ্রুতি পেলেই সিধুকে অনুমোদন দেওয়া হবে।
উল্লেখ করা যেতে প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভজ্যোত সিং সিধু। সেখানে তিনি পাকিস্তান সেনাপ্রধান বাজওয়াকে আলিঙ্গন করেছিলেন তিনি।