নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের অন্যতম মাধ্যম৷ শিক্ষা একটা সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেয়৷ শুক্রবার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক বিজ্ঞান সেমিনার ২০১৯-এর উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এসসিইআরটি আয়োজিত এই সেমিনারের বিষয় ছিলো ‘পর্যায় সারণীয় রাসায়নিক মৌলসমূহ ও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে৷ সেমিনারের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী আরও জানান, বিজ্ঞান প্রতিদিন পরিবর্তিত হচ্ছে৷ বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা ছাত্র-ছাত্রীদের মনে অনেক কৌতূহলের জন্ম দেয় ৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Eduction-Minister-Inaugurates-State-Level-State-Seminar-at-Sukanta-Academy-Agartala-on-Nov-01-3-1024x683.jpg)
ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে এই ধরনের সেমিনার মহায়ক ভূমিকা নিতে সক্ষম৷ তিনি আরও বলেন, পৃথিবীতে জ্বালানি শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে৷ সমগ্র বিশ্বই এখন পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারের দিকে ঝঁুকছে৷ এক্ষেত্রে বিজ্ঞানীরা নতুন নতনু পথ দেখাচ্ছেন আমাদের৷ তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাকে অর্থনীতির সাথে সংযুক্তকরণের কথা বলছেন৷ তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাকে অর্থনীতির সাথে সংযুক্তিকরণের কথা বলছেন৷ কর্মসংস্থানের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই বষয়ে গুরুত্ব আরোপ করেছেন৷
সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র সমাজের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে৷ এক্ষেত্রে আগামীদিনে রাজ্যেও অষ্টম থেকে দশম শ্রেণির ২০০ জন বিজ্ঞান ও ২০০ জনকে অঙ্কের জন্য বাছাই করা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে৷ আমাদের রাজ্যে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনেকেই নাসা, ইসরোর মতো প্রতিষ্ঠানে কর্মরত আছে৷ এটা এই রাজ্যের গৌরব৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ে৭ত্রেও বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালল শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার দেবনাথ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা প্রমুখ৷
সেমিনারে সভাপতিত্ব করেন এসসিইআরটি-র অধিকর্তা উত্তম কুমার চাকমা৷ রাজ্যভিত্তিক এই বিজ্ঞান সেমিনারে প্রতিটি জেলাস্তরে অনুষ্ঠিত বিজ্ঞান সেমিনার থেকে নির্বাচিত প্রথম স্থানাধিকারি মোট ৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়৷ প্রত্যেক প্রতিযোগী সেমিনারের বিষয়টি নিজ নিজ ভাবে পরিবেশন ও উপস্থাপন করে করে এবং বিচারকদের বিষয়গত প্রশ্ণেরও উত্তর দেয়৷ বিচারকদের ভারত সরকারের সংসৃকতি মন্ত্রক কর্তৃক আয়োজিত গুয়াহাটিস্থিত রিজিওন্যাল সায়েন্স সেন্টারে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান সেমিনারে অংশগ্রহণ করবে৷