![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Sanjay-Raut.jpg)
মুম্বই, ১ নভেম্বর (হি.স.): ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহ কেটে গিয়েছে| অথচ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা সঙ্ঘাত মেটার নাম নেই| এবার প্রবীণ শিবসেনা নেতা সঞ্জয় রাউত সঙ্ঘাত আরও বাড়িয়ে দিয়ে জানালেন, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে| শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, ‘শিবসেনার কাছে বিধায়কের পর্যাপ্ত সংখ্যা রয়েছে| ভোটের ফল ঘোষণার পর ৮ দিন হয়ে গিয়েছে, অথচ এখনও সরকার গঠন প্রক্রিয়া শুরু করেনি বিজেপি| যদি বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকে তবে তাঁদের উচিত সরকার গঠন করা|’ সঙ্ঘাত তো মিটছেই না, বরং ৫০-৫০ ইস্যুতে বেড়েই চলেছে দ্বন্দ্ব| সঞ্জয় রাউতের কথায়, ‘৫০-৫০ ফর্মুলায় সরকার গঠনের জন্য নিজেদের মত দিয়েছে মহারাষ্ট্রের জনগণ| জনগণও চাইছে শিবসেনা থেকেই মুখ্যমন্ত্রী হোক|’
বিজেপি-শিবসেনা সঙ্ঘাতের প্রেক্ষিতে এনসিপি নেতা নবাব মালিক জানিয়েছেন, ‘মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার গঠনের জন্য বিজেপি-শিবসেনার পক্ষে মত দিয়েছে জনগণ| আমরা চাই তাঁরা সরকার গঠন করুক এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক| যদি তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে অপারগ, তবে আমরা অবশ্যই সরকার গঠনের চেষ্টা করব|’ এখন প্রশ্ন হল-শিবসেনা-এনসিপি জোট হলেও ম্যাজিক সংখ্যায় (১৪৫) পৌঁছতে পারবে না এই জোট| শিবসেনা জিতেছে ৫৬টি আসন| এনসিপির আসন ৫৪টি|