কাশ্মীরে বাংলার শ্রমিকদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে : মমতা

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স): কাশ্মীরে বাংলার শ্রমিকদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘কাশ্মীরে আমাদের রাজ্যের মানুষকে মারা হয়েছে ৷ আমি মনে করি, নৃশংসভাবে এই খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত ৷ কাশ্মীরের মতো জায়গায় এত নিরাপত্তা থাকার পরও এরকম ঘটনা কী করে ঘটে ? আমি হতবাক ৷ আমাদের রাজ্যেও অন্য রাজ্যের মানুষ থাকে ৷ তারা তো এখানে নিরাপদে রয়েছেন ৷ তাহলে আমাদের রাজ্যের মানুষ কাশ্মীরে খুন কেন হচ্ছেন ?’

কাশ্মীরে জঙ্গিহানায় ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজ  কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা পূর্ব পরিকল্পিত হামলা । ইউরোপীয় প্রতিনিধি দল যখন কাশ্মীরে, তখন এই ধরনের হামলা হল কীভাবে ?’ ইউরোপীয় সাংসদদের কাশ্মীর সফরের সময়ই জঙ্গিদের গুলিতে শ্রমিক মৃত্যুর ঘটনায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার । এই প্রসঙ্গে আজ তৃণমূল নেত্রী বলেন, ‘বিদেশি অতিথিদের সামনে কাশ্মীরে এমন ঘটনায় দেশের বদনাম হয় ।‘

কুলগামের ঘটনার দিনই টুইটে নিন্দার পাশাপাশি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে  সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মনে করিয়ে দিয়েছিলেন, ‘কাশ্মীরের আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রের’। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা প্রশাসনই তো কেন্দ্রের হাতে । ইউরোপীয় প্রতিনিধিদের জন্য এত নিরাপত্তা, সতর্কতার পরও কীভাবে শ্রমিকরা খুন হয়ে গেলেন ? কেন্দ্রীয় সরকারের বিষয়টি তদন্ত করে দেখা উচিত । মনে রাখতে হবে, কাশ্মীরে কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচি নেই ।‘

মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের কফিনবন্দি দেহ মুর্শিদাবাদে নিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । মুর্শিদাবাদে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথা ঘোষনা করেছে রাজ্য সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *