নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর৷৷ ফের গলায় ফাঁস জড়িয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন৷ আত্মঘাতী যুবককে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর এলাকায় পেশায় শ্রমিক বিমল কর বলে পরিচয় পাওয়া গেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে নিজ ঘরে তিনি আত্মঘাতী হয়েছেন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/SUICIDE-DEATH.jpg)
এ বিষয়ে মৃতের বাবা স্বপন কর বলেন, গতকাল সন্ধ্যায় তার ছোট ছেলে বিমল কর স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসে৷ রাতে পরিবারের সকলে মিলে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন৷ কিন্তু আজ সকালে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া মিলছিল না তখন জানালা দিয়ে ঘরের ভেতরে ছেলেকে গলায় ফাঁস জড়িয়ে ঝুলে থাকতে দেখেন তার মা৷ তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন৷ স্ত্রীর চিৎকার শুনে ছুটে এসে ছেলেকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি৷
এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ি থেকে স্ত্রী ফিরে আসতে দেরি হওয়ায় ওই গৃহবধূর ননদ তাকে বাড়িতে ঢুকতে দেননি৷ এরই মধ্যে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
কিন্তু মৃতের পরিবার এই আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে দাবি করেছে৷ পরিবারে অভাব অনটন ছিল না৷ তা সত্ত্বেও এই আত্মহত্যার ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে মৃতের পরিবার৷ এদিন সন্ধ্যায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷