নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ চোরের জন্য ফাঁদ পেতে মৃত্যু হল এক ব্যক্তির৷ নিজ লাউ ক্ষেতেই বিদ্যুৎস্পৃষ্টে দুই-তিনদিন আগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগরের বাসিন্দা অনিল দাসের মৃত্যু হয়েছে৷ আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এই বিষয়ে বাগবাসা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়েই লাউ ক্ষেতে তার দিয়ে ব্যারিকেড করে তাতে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল৷ কিন্তু, ওই তারে লাউ ক্ষেতের মালিক নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন৷

অনিল দাসের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তা সত্ত্বেও তিনি গঙ্গানগরের নিজ বাড়িতে একাই থাকতেন৷ তার দুই কানি ক্ষেত রয়েছে ৷ সেখানে লাউ সহ নানান ধরনের সবজির ফসল ফলাতেন তিনি ৷ প্রতিবেশীদের দাবি, ভীষণ পরিশ্রমী ও কর্মপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি ৷ আজ সকালে সুপারি নিতে আসেন দুই ব্যক্তি ৷ বাড়িতে তাকে না পেয়ে তারা গাছে উঠে সুপারি পারতে শুরু করেন ৷ তখনই লাউ ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা ৷ নিচে এসে তারা দেখতে পান অনিল দাসের মৃতদেহ লাউ ক্ষেতে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তারা বাগবাসা ফাঁড়িতে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
বাগবাসা ফাঁড়ির পুলিশ জানিয়েছেন, মৃতদেহে পচন ধরেছে৷ সম্ভবত দুই-তিনদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে প্রায়ই তার লাউ ক্ষেতে চোরের উপদ্রব দেখা দিত ৷ তাই তিনি দিনচারেক আগে লাউ ক্ষেতে তার দিয়ে ব্যারিকেড করেন এবং সেখানে বিদ্যুৎ সংযোগ দে ন৷ জনৈক প্রতিবেশী জানিয়েছেন, ওই কাজে সকলেই তাকে বাধা দিয়েছিল ৷ চোরের জন্য ফাঁদ তৈরি করতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন তা সতর্ক করা হয়েছিল ৷ কিন্তু তিনি কারোর কথাই শোনেননি ৷ তারই পরিণতি আজ তাকে ভোগ করতে হল ৷ পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের সকলকেই খবর দেয়া হয়েছে৷