লখনউ, ২৩ অক্টোবর (হি.স.) : আগামীদিনে আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না সমাজবাদী পার্টি (সপা)। বুধবার স্পষ্ট করে তা জানিয়ে দিয়েছেন অখিলেশ যাদব।
এদিন লখনউতে দলের প্রধান কার্যালয়ে সপার ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অখিলেশ যাদব। বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আগামীদিনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না সপা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জোটধর্ম পালন করা সত্বেও আগের জোটের থেকে কোনও লাভ হয়নি সমাজবাদী পার্টির। তাই আগামীদিনে জোটে যাবে না সপা।
দলীয় সূত্রে জানা গিয়েছে সপা নেতাদের মনের কথাই এদিন সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি। বিএসপি এবং কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দলীয় কর্মীদের মনের ইচ্ছাকে সম্মান জানিয়েছেন অখিলেশ। শিবলাল যাদবের দলের সঙ্গে জোটে যাবে সপা বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।