নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ সারা দেশের সঙ্গে রাজ্যের অরুন্ধুতীনগরস্থিত পুলিশ লাইনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পুলিশ শহীদ দিবস৷ আরক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা, অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ৷ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুলিশ স্মৃতি স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশব্যাপী ২১ অক্টোবর দিনটিকে পুলিশ শহীদ দিবস রূপে পালন করা হয়ে থাকে৷

আজকের দিনটিতে আমরা সেইসব বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাই যারা দেশের সেবা করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছেন৷ ভারতবর্ষের সেনাবাহিনী, আধা সেনাবাহিনী বা পুলিশ বাহিনী দেশের সীমান্তে বা অভ্যন্তরে যেভাবে কর্তব্য পালন করে চলছে তা আগামীদিনে আরও পারদর্শিতার সঙ্গে পালন করবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষ বলিদানের দেশ৷ সেটা গতকাল আবারও প্রমাণিত হয়েছে৷ পাকিস্তান অনৈতিকভাবে দেশের সীমান্ত এলাকায় আক্রমণ করেছিল, গতকাল ভারতীয় সেনাবাহিনী তার কঠোর জবাব দিয়েছে৷ সীমান্তের ওপারের জঙ্গিদের ঠিকানা তছনছ করে দেয় ভারতীয় সেনাবাহিনী৷ যেসব বীর জওয়ানরা দেশের সেবায় আত্মবলিদান দিয়েছে ভারতবাসী তাদের সবসময় স্মরণ করবে৷ শহীদ জওয়ানদের পরিবার পরিজনদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা জানান, ১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের হটস্প্রিংস এলাকায় টহলরত ভারতীয় জওয়ানদের উপর চিনা সেনাবাহিনী অতর্কিতে হামলা চালায়৷ এই আক্রমণে ১০জন ভারতীয় জওয়ান শহীদ হন৷ ১৯৬০ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিবছর ২১ অক্টোবর দিনটি সারা দেশব্যাপী পুলিশ শহীদ দিবস হিসাবে পালন করা হবে৷ তারপর ১৯৬১ সাল থেকে ২১ অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে৷
তাছাড়াও ১ সেপ্ঢেম্বর থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে দেশে যতজন সেনা, আধাসেনা এবং পুলিশ জওয়ান শহীদ হন এই দিনটিতে তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ তিনি জানান, ২০১৮ সালের ১ সেপ্ঢেম্বর থেকে এবছরের ৩১ আগস্ট পর্যন্ত ২৯২ জন সেনা, আধাসেনা ও পুলিশ জওয়ান দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন৷ এর মধ্যে আমাদের রাজ্যেরও একজন জওয়ান রয়েছেন৷ আজ তাদের সকলের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিগণ৷

