পাকিস্তানে আটকে যাবে জল, মোদী যা ঠিক করে তা করেই ছাড়েন : প্রধানমন্ত্রী

থিম্পু, ১৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ১ থেকে ৪ নম্বর সেক্টর পর্যন্ত আয়োজিত ঐতিহাসিক সংকল্প যাত্রা ব়্যালিতে উপস্থিত হয়ে হরিয়ানভি ভাষায় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি উপস্থিত গুরুজনদের এবং ভাই-বোনেদের রাম রাম বলে সম্মান জানান। তাঁর বক্তব্যের শুরুতে হরিয়ানভি ভাষায় বলেন, গত ৮ মে আমি আপনাদের মাঝে এসেছিলাম। সেসময় এখানে একটি ব়্যালির আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ আগের চেয়েও বড় ব়্যালিতে এসে আমি উপলব্ধি করতে পারলাম যে আগের চেয়ে আরও বেশি সমর্থন আপনারা জানিয়ে আগামীদিনে বিজেপিকে জিতিয়ে আনবেন।  আমি এজন্য আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো। এরপর তিনি বলেন, মোদী যা ঠিক করে নেয়, তা পালন করেই ছাড়ে।  পাকিস্তানে যে জল যাচ্ছে, তা বন্ধ করেই ছাড়বো।  প্রধানমন্ত্রী মোদী এই ঐতিহাসিক ব়্যালির ইতিহাস বর্ণনা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার আন্দোলনে লালা হুকুমচাঁদ জৈন, মুনির বেগ, পন্ডিত নেকিরাম শর্মা এবং দাদা গণেশীলাল-র বিশেষ যোগদান রয়েছে। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের বিশেষ ভূমিকাকেও উল্লেখ করে বলেন, হিসার লালা লাজপত রায়ের একটি কর্মভূমি। আমরা এই কর্মভূমি নিয়ে গর্ব করি। তার আগে এটি ছিল মহারাজা অগ্রসেন-র রাজ্যের রাজধানী। মহারাজা অগ্রসেন রাষ্ট্রীয় একতা, অহিংসা ও মানব সেবার এক প্রতিমূর্তি ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মনোহর লাল এবং রাজ্য সরকারের প্রশংসা করে বলেন, রাজ্য সরকার গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের জন্য সমস্ত ধরনের বড় কাজ করেছে। যা আগে কোনও রাজ্য সরকার একাজ করতে পারিনি। গত পাঁচ বছরে পরিবারতন্ত্র, দুর্নীতি এবং ভয়-ভীতি মধ্যে দিয়ে কাজের দিন শেষ করে করেছে এই বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারের যোজনা বেটি বাঁচাও- বেটি পড়াও, স্বচ্ছ ভারত অভিযান, আয়ুষ্মান ভারত,  প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, রাষ্ট্রীয় কৃষি বাজার পোর্টাল, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, উজ্জ্বলা যোজনা, এবং ডিজিটাল ইন্ডিয়ার লাভ এই রাজ্য পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিী আরও বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া এবং সার্জিক্যাল স্ট্রাইক করে দেশে সন্ত্রাসবাদকে দমন করার কাজ করেছে। আর গত পাঁচ বছরে রাজ্য সরকারের রাজ্যে সুশাসনে বড় কাজ করা সম্ভব হয়েছে। যার মধ্যে ই-গভর্নস, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া শেষ করা হয়েছে। এই রাজ্য সরকার মহিলা পুলিশ থানা, দুর্গাশক্তি রেপিড অ্যাকশন ফোর্স তৈরি করা করেছে।

তিনি আরও বলেন, আজ হরিয়ানাতে লিঙ্গানুপাত এক উল্লেখ জায়গায় পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজের খুশি প্রকাশ করে আরও বলেন, আজ এক হাজার ছেলে ও ও ৯১৯ মহিলা অনুপাতে বাস করছে। এখনও এর আরও পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে বলেও প্রধানমন্ত্রী মোদী জানান। তিনি আরও বলেন, হরিয়ানা প্রতিটি গ্রামে এখনও খোলা জায়গায় শৌচকর্ম হয়। ফের এরাজ্যে দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকার এলে রাজ্যে আরও বেশি উন্নতি হবে।

এই ব়্যালিতে উপস্থিত দলের রাজ্য সভাপতি সুভাষ বরালা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক, শ্রমিক এবং ছোট ব্যবসায়ীদের যে সমস্ত সমস্যা ছিল, তাদের সমস্যা সমাধানের কাজ করেছেন। কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫ ধারা বিলোপ করার কাজ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেন, এবার এখানকার সমস্ত বিজেপি প্রার্থীরাই অনেক বেশি ভোটে জিতে ক্ষমতা আসবে।