নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): সর্বোচ্চ আদালত পাঞ্জাব এবং মহারাষ্ট্র সমবায় ব্যাংকের (পিএমসি) গ্রাহকদের আবেদনের শুনানি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারীদের সংশ্লিষ্ট হাইকোর্টে মামলাটি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আমানতকারীদের স্বার্থ রক্ষার তাগিদে সুপ্রিম কোর্টে এই আবেদনটি করেছিলেন বিজন কুমার মিশ্র। আবেদনে তিনি জানিয়েছেন, পিএমসি ব্যাংক বন্ধ হওয়ার পরে বিনিয়োগকারীরা অসহায় হয়ে পড়েছেন। সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দেয়। পিএমসি ব্যাংক এইচডিআইএল নামক একটি সংস্থাকে তার সঞ্চয়ের মোট অর্থের প্রায় তিন-চতুর্থাংশ লোন দিয়েছে। এইচডিআইএলের এই লোন এনপিএ হওয়ার কারণে, ব্যাংক তার আমানতকারীদের অর্থ ফেরৎ দিতে অক্ষম হয়ে পড়েছে।
প্রসঙ্গ, পিএমসি ব্যাংকের তিনজন আমানতকারী ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন।
