নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে শ্বশুর বাড়িতে অগ্ণিগদ্ধ হলেন গৃহবধূ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বিশালগড় থানার অধীন ঘনিয়ামাড়া এলাকায়৷ অগ্ণিদগ্দ মহিলাকে বিশালগড় হাসপাতল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম সেলিনা বেগম৷ বয়স ৩২৷
সংবাদে প্রকাশ, এদিন রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ আচমকা অগ্ণিদগ্দ হয়ে আর্তনাদ করছিলেন সেলিনা৷ সাথে সাথে প্রতিবেশী ছুটে যান এবং আগ্ণিদগ্দ সেলিনাকে বাঁচানোর চেষ্টা করেন৷ এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন এবং অগ্ণিদগ্দ সেলিনাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ সেলিনার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিশালগড় হাসপাতাল থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷
প্রতিবেশীরা জানিয়েছেন অগ্ণিদগ্দ হওয়ার সময় ওই বাড়িতে কেউই ছিলেন না৷ স্বামী ময়নাল হুসেনেরও কোন হদিশ নেই৷ পরিবারের অন্য সদস্যরাও গা ঢাকা দিয়েছে৷ প্রাথমিক ভাবে এলাকার লোকজনের দাবি গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ জানা গিয়েছে ওই মহিলা নিঃসন্তান৷ বিশালগড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷