
চণ্ডীগড়, ১৭ অক্টোবর (হি.স.) : কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে কংগ্রেসের নিন্দায় মুখর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়া উচিত নয় কংগ্রেসের বলে জানিয়েছেন তিনি।
এদিন হরিয়ানার ভিবানীর খরকে বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, কাশ্মীরে মানবাধিকার জনগণের কাছ থেকে হরণ করা হয়েছিল। ৩৭০ ধারা বিলুপ্ত করে তা রোখা গিয়েছে। দেশের গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট না করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ৩৭০ ধারা অবলুপ্ত করে দেশের একতা ও অখণ্ডতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।
রাফাল প্রসঙ্গে বলতে গিয়ে এদিনের জনসভায় তিনি বলেন, দেশের রক্ষার জন্য রাফাল একান্ত জরুরি। কিন্তু তা কেনার জন্য ১৬ বছর পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে কয়েক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাফাল যদি আগে ভারতের হাতে থাকত তবে বালাকোটে এয়ারস্ট্রাইক করার জন্য পাকিস্তানে যাওয়ার দরকার পড়ত না। এখন ভারতের শক্তি বাড়ছে তাই পাকিস্তানের চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না।
দেশের আর্থিক মন্দা নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, গোটা বিশ্বজুড়েই আর্থিক মন্দা চলছে কিন্তু তার প্রভাব দেশে পড়ছে না।

