বেঙ্গালুরু, ১৭ অক্টোবর (হি.স) : অনির্দিষ্টকালীনের জন্য ধর্মঘট অব্যাহত থাকল হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড (এইচএল) কর্মীদের| বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়ল এইচএএল(হ্যাল) কর্মীদের ধর্মঘট| বিভিন্ন দাবি নিয়ে, নয়টি ইউনিটের কর্মচারীরা সোমবার থেকে ধর্মঘট শুরু করে।

এই অচলাবস্থা ভাঙার প্রয়াসে, বুধবার বিকেলে বেঙ্গালুরু শ্রম কমিশনার গণপতি ভট উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেন। যদিও তার কোনও সুরাহা হয়নি। এইচএএল(হ্যাল) আধিকারিকদের কথায়, কর্মীদের চাহিদা ‘অযৌক্তিক’। ব্যবস্থাপনায় ৯ থেকে ২৪ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে।
অন্যদিকে, হিন্দুস্থান অ্যারোনটিক্স কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সূর্যদেব চন্দ্রশেখর বলেন, যতক্ষণ না সরকার আমাদের দাবি না মানছে ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে|

