বিএসএফে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ চাকরি প্রতারক পুলিশের জালে ধরা পড়েছে৷ বিএসএফ এ কর্মরত পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৪৭০০ টাকা ছিনতাই করেও শেষ রক্ষা হয়নি৷ বিএসএফ-এ কুকম্যান পদে চাকুরী পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ওই টাকা হাতিয়ে নিয়েছিল বিশাল চাকমা৷ আজ তাকে বটতলায় হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷


ছুটিতে বাড়িতে এসে প্রতারণার কাজে জড়িয়ে পড়েছে বলে বিশাল চাকমার বিরুদ্ধে অভিযোগ৷ কিন্তু, আদৌ তিনি বিএসএফ এ কর্মরত রয়েছেন তা খোঁজ নিচ্ছেন বিএসএফ আধিকারিকরা৷ পুলিশ জানিয়েছে, গত ১১ অক্টোবর গন্ডাছড়া চন্দ্রমোহন পাড়ার সুরেন্দ্র ত্রিপুরাকে তার ভাইয়ের চাকুরী বিএসএফ-এর কুকম্যান পদে নিয়োগের প্রতিশ্রুতি দেন সুশীল চাকমা৷ অভিযোগ, তার প্রতারণার ফাঁদে পড়ে ১২ অক্টোবর নগদ ১৪,৭০০টাকা এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র বিশাল চাকমার হাতে বটতলা এলাকায় তুলে দেন সুরেন্দ্র ত্রিপুরা৷ সুরেন্দ্র ত্রিপুরা আগরতলায় ক্যান্সার হাসপাতালে নার্স হিসেবে স্পেশাল ডিউটিতে কর্মরত৷ সে তার বড় ভাইকে বিএসএফ’র কুকম্যান পদে নিয়োগ করার জন্য এই টাকা বিশাল চাকমার হাতে তুলে দিয়েছিলেন৷


সুরেন্দ্র ত্রিপুরার অভিযোগ, টাকা তুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশাল চাকমা সেখান থেকে বেপাত্তা হয়ে যান৷ মোবাইল ফোনটিও স্যুইচ অফ করে দেন৷ তাই তিনি বটতলা পুলিশ ফাঁড়িতে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ এদিকে, বিশাল চাকমা খোয়াইয়ের বেলছড়া এলাকার সীতেশ দেববর্মাকে প্রতারণার ফাঁদে ফেলেন৷ তার কাছ থেকেও বিএসএফ-এ চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ১৭,২০০ টাকা আদায় করার কৌশল নিয়েছিলেন৷ আজ বটতলায় টাকা নিতে আসলে পুলিশের ফাঁদে ধরা পড়ে যান বিশাল চাকমা৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷

অবশ্য বিশাল চাকমা তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, বিএসএফ স্থানীয় অধিকারিকরাও খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে শনাক্ত করার চেষ্টা করেন৷ কিন্তু, তাকে ত্রিপুরায় কর্মরত বলে শনাক্ত করতে পারেনি বিএসএফ আধিকারিকরা৷ তবে, দেশের অন্য কোন ব্যাটালিয়ান কর্মরত রয়েছেন তা খোঁজ নেবেন বলে বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন৷