নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় খুমুলুঙে আইএনপিটির গণবস্থান ২৪শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আগামী ২৪ অক্টোবর খুমুলুঙে গণ-অবস্থান পালন করবে আইএনপিটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল বলেন, সংসদে ওই বিল যাতে কেন্দ্রীয় সরকার পেশ না করে সেই দাবিতেই গণ-অবস্থানে বসবেন তাঁরা৷ সাথে তিনি যোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের জনজাতি সংগঠনের সাথেও যোগাযোগ বজায় রাখা হয়েছে৷ কারণ, তাঁরাও ওই বিলের বিরোধিতায় নিজ নিজ ক্ষেত্রে সরব৷


এদিন তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল উত্তর-পূর্বাঞ্চলের ভূমিপুত্রদের জন্য সর্বনাশ ডেকে আনবে৷ এই অঞ্চলের সমস্ত জনজাতি সম্প্রদায় এবং তাঁদের সংগঠনগুলিও ওই বিলের বিরোধিতায় ক্রমাগত আন্দোলন জারি রেখেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় শুরু থেকেই আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আন্দোলন করছে৷ তাঁর সাফ কথা, ওই বিল কোনওভাবেই পাশ হতে দেওয়া যাবে না৷ তাই, আগামী ২৪ অক্টোবর টিটিএএডিসি সদর খুমুলুঙে সকাল ১১টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত গণ-অবস্থান করবে আইএনপিটি৷ সাথে তিনি যোগ করেন, ওই গণ-অবস্থান এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখেও পরিকল্পনা নেওয়া হয়েছে৷


আইএনপিটি সহ-সভাপতি অমিয় দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিল নিয়ে সর্বনাশা খেলায় নেমেছে৷ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ভূমিপুত্ররা এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই, আগামী ২৪ অক্টোবর প্রাথমিকভাবে গণ-অবস্থান দিয়ে ওই বিরোধিতায় নামছে আইএনপিটি৷


এদিকে, ত্রিপুরা হাইকোর্টের রায়ে রাজ্যে বলিপ্রথা নিষিদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ তাঁর কথায়, ধর্মীয় ভাবাবেগে কখনওই আঘাত করা উচিত নয়৷ তাঁর দাবি, শত শত বছর ধরে ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, চৌদ্দ দেবতা মন্দির, দুর্গাবাড়ি এবং কসবা কালীবাড়িতে বলিপ্রথা চলে আসছে৷ মানুষের ধর্মীয় ভাবাবেগে এভাবে আঘাত করা কোনওভাবেই উচিত হয়নি৷


তাঁর সাফ কথা, আমরা কোনও ধর্মের বিশ্বাসের উপর আঘাত কারি না৷ তেমনি, আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর কোনও আঘাত হোক তা-ও বরদাস্ত করব না৷ তাঁর বক্তব্য, ত্রিপুরা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাঁরা চ্যালেঞ্জ জানাবে আইএনপিটি তাতে সমর্থন করবে৷