করিমগঞ্জের রাঙামাটিতে সা‌র্ভিস রাইফেলের গুলিতে আত্মঘা‌তী বিএসএফ জওয়ান

বাজা‌রিছড়া (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : কর্তব্যরত অবস্থায় নি‌জের সা‌র্ভিস রাইফেল দি‌য়ে গলায় গু‌লি ক‌রে আত্মঘাতী হয়েছেন জনৈক বিএসএফ জওয়ান। এ ঘটনায় আধাসেনা বা‌হিনী মহল-সহ স্থানীয় জনম‌নে চাঞ্চল্য ও শোকের ছায়া নে‌মে এসে‌ছে। ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা নির্বাচল এলাকার বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি পু‌লিশ ফাঁড়ির লা‌গোয়া ১১ ব্যাটালিয়নের বিএসএফ ক্যা‌ম্পে। আত্মঘাতী আধাসেনা জওয়া‌নের নাম খুর‌শিদ আহ‌মেদ। তিনি হ‌রিয়ানার মিয়র জেলার পুহানা থানার গুলালটা এলাকার রাইপুর গ্রা‌মের প্রয়াত মহম্মদ আবদুল্লার ছেলে।

মর্মা‌ন্তিক ঘটনা সম্প‌র্কে রাঙামা‌টি পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ রাজুরঞ্জন দে জানান, র‌বিবার মধ্যরা‌তে সব সেনা জওয়ান‌দের অজ্ঞা‌তে খুর‌শিদ নির্ধারিত নিজের ক‌ক্ষে তাঁর ইনসাস্ সা‌র্ভিস রাইফেল দি‌য়ে গলায় এক রাউন্ড গু‌লি ক‌রে মেঝেতে প‌ড়ে রক্তালুপ্ত হ‌য়ে অকুস্থ‌লেই প্রাণ হারান বিএসএফ-এর হেড কনস্টেবল খুর‌শিদ আহ‌মেদ। সোমবার সকা‌লে ঘটনার খবর পে‌য়ে বাজা‌রিছড়া থানার ওসি এবং পাথারকা‌ন্দির সার্কল অফিসার যথাক্র‌মে বিএন মাল‌সেম থিক ও এল খিনতে ঘটনাস্থ‌লে পৌঁছে প্রাথ‌মিক তদ‌ন্তের পর মৃত‌দেহ ইনকু‌য়েস্ট ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সিভিল হাস‌পাতালে পাঠিয়েছেন। এদিকে ব্যবহৃত রাইফেল পু‌লিশ বাজেষ়াপ্ত ক‌রে‌ছে।

সেনা জওয়া‌নের আত্মঘা‌তী হওয়ার কারণ সম্প‌র্কে বাজা‌রিছড়া থানার ওসি বিএন মাল‌সেম থিক বলেন, বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে। তবে এর পিছনে পা‌রিবা‌রিক কল‌হ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা হয়েছে তাঁদের, জানিয়েছেন ওসি। ইতিমধ্যে ঘটনা সম্পর্কে ‌বিএসএফ-এর কমান্ডেন্ট এবং নিহতের বাড়িতে জানানো হয়েছে বলেও জানান তিনি।