পালাটানায় ইউনিট বিকল উৎপাদন ব্যাহত, মারাত্মক বিদ্যুৎ সংকটে পড়বে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ পালাটানায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট বিকল হয়ে গেছে৷ ফলে ৩২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে৷ মূলত, জেনারেটরে সমস্যা হাওয়ায় ইউনিটটি বিকল হয়ে গেছে৷ শুক্রবার ভেল-এর বিশেষজ্ঞ প্রকৌশলীরা এসেছেন৷ তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন ঠিক কতটা সময় লাগবে সারাই করতে৷ ওই ইউনিটটি বিকল হয়ে যাওয়ায় ত্রিপুরায় বিদ্যুতের মারাত্মক সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে৷


গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক সংগঠন এই বিপত্তির জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছে৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ অক্টোবর থেকে পালাটানা গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট বিকল হয়ে রয়েছে৷ ইলেকট্রিক্যাল সমস্যার কারণে এই বিপত্তি দেখা দিয়েছে৷ সংগঠনের দাবি, ওই ইউনিটের জেনারেটর খারাপ হয়ে গেছে৷ ফলে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে রয়েছে৷ সংগঠনের জনৈক কর্মকর্তা বলেন, ওই ইউনিটের ইলেকট্রিক্যাল অংশে রোটর আর্থ ফল্ট-এর জন্য সমস্যাটি দেখা দিয়েছে৷ অন্তত ১৫ থেকে ২০ দিন সারাইয়ে সময় লাগতে পারে৷


ওই কর্মকর্তার দাবি, একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ায় ত্রিপুরায় বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং হতে পারে৷ দুগর্োৎসবকে ঘিরে বিদ্যুতের সমস্যা অনুভব না হলেও, আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুতের ঘাটতির জন্য বিরাট সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল৷ ফলে, দ্রুত ইউনিটটি সারাই করা খুবই প্রয়োজন, বলেন তিনি৷


এদিকে, আজ ভেল-এর বিশেষজ্ঞ প্রকৌশলীরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন৷ ছয়জনের একটি টিম আজ ওই ইউনিটটি খুলেছেন এবং ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন৷ ওই গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের জনৈক আধিকারিকের কথায়, কোনও যন্ত্রাংশ খারাপ হলে ভেল খুলে না দিলে তাতে অন্য কেউ হাত দিতে পারে না৷ ফলে, ভেল-এর প্রকৌশলীদের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে৷ তাঁর বক্তব্য, ওই প্রকৌশলীরা আজ ইউনিটটি খুলে দেখছেন৷ সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে ঠিক কতটা সময় লাগবে সারাই হতে৷ তাঁর দাবি, সারাইয়ে বেশি সময় লাগার কথা নয়৷ কারণ, জেনারেটরে হয়ত কার্বন জমেছে৷ এমনটা হলে, খুব অল্প সময়ের মধ্যে সারাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে, আশাবাদী তিনি৷