BRAKING NEWS

বুলন্দশহরে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিনটি শিশু-সহ ৭ জনের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা যোগী আদিত্যনাথের

বুলন্দশহর (উত্তর প্রদেশ), ১১ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে ফুটপাথে ঘুমিয়ে থাকা পুন্যার্থীদের পিষে দিল ঘাতক বাস| শুক্রবার ভোরে উত্তর প্রদেশের বুলন্দশহরে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু ও চারজন মহিলার| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| দুর্ঘটনাটি ঘটেছে বুলন্দশহরের নারোয়ার গঙ্গাঘাটের কাছে| পুলিশ সূত্রের খবর, গত ৩ অক্টোবর হাথরস জনপদের চন্দপা থানার অন্তর্গত মোহনপুরা গ্রাম থেকে ৫৬ জন পুন্যার্থীর একটি দল বাসে চেপে বৈষ্ণোদেবী মন্দির দর্শনের জন্য বেরিয়েছিলেন| প্রথমে তাঁরা হরিদ্বারে পৌঁছেছিলেন| সেখান থেকে পুন্যার্থীবোঝাই বাসটি নারোরার গান্ধীঘাটে পৌঁছয়| রাত হয়ে যাওয়ার কারণে, আগ্রা-মুরাদাবাদ হাইওয়ের সন্নিকটে নারোরায় গান্ধীঘাট সংলগ্ন শ্মশান অভিমুখে রাস্তার ধারে বাস দাঁড় করানোর সিদ্ধান্ত নেন বাসের চালক|

পুন্যার্থীদের মধ্যে অনেকেই রাস্তার ধারে ফুটপাথে ঘুমিয়ে পড়েন| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার ভোরের দিকে প্রচণ্ড গতিতে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর উঠে পড়ে| ঘুমিয়ে থাকা তীর্থযাত্রীদের পিষে দিয়ে কোনও রকমে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটি| পালিয়ে যায় চালক| বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় তিনটি শিশু ও চারজন মহিলার| পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে| মৃতদের পরিবার সূত্রের খবর, শুক্রবারই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল| কিন্তু, তার আগেই অকালেই মৃত্যু হল তিনটি শিশু ও চারজন মহিলার| পুলিশ ঘাতক বাস চালকের খোঁজে তদন্ত শুরু করেছে|

ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| পাশাপাশি দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *