চেন্নাই/মহাবলীপুরম, ১১ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী শুক্রবার চিনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে চেন্নাই থেকে ৫৬ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী মহাবলীপুরমে ভারতের শিল্প-সাংস্কৃতিক নিদর্শন করালেন। সংক্ষিপ্ত সময় দুই রাষ্ট্রনেতা ঐতিহাসিক সাংস্কৃতিক স্মারক দর্শনের পর সাংস্কৃতিক কার্যক্রমে আনন্দ উপভোগ করেন। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি জিংপিংয়ের নিজের প্রতিনিধি মণ্ডলের সঙ্গে মহাবলীপুরম সমুদ্রবর্তী মন্দির পরিদর্শন করেন। ভারতীয় সংস্কৃতির বিভিন্ন রূপ সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী উপস্থিতিতে চীন রাষ্ট্রপতিকে ভারতীয় নাটক ও শিল্পশৈলী সহ অন্যান্য কলা অনুষ্ঠান দর্শন করান। সমুদ্রতটবর্তী প্রাচীন মন্দিরে কাছে এক ঘন্টা এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি কথাকলি নৃত্যের সাথে পৌরাণিক প্রাসঙ্গিক কিছু কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সন্ত কবীরের ভজনের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এরপর দুই রাষ্ট্রনেতা সমুদ্রতটে সমুদ্র তটে বেশ কিছু ছবি তোলেন। ব্যাঙ্গালুরুর একটি কলা কেন্দ্রের কলাকুশলীরা এই অনুষ্ঠানের প্রস্তুতি করেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে তামিলনাড়ু হস্তশিল্পের প্রদীপ এবং তাঞ্জাভুর-র একটি চিত্রকলা উপহারস্বরূপ পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অতিথি চিন রাষ্ট্রপতি এবং তাঁর প্রতিনিধি মন্ডলের সাথে নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
চিনের রাষ্ট্রপতি আজ বিকেল চারটে নাগাদ ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক মাহাত্ম্যপূর্ণ নগর মহাবলিপুরমের উদ্দেশ্যে রওনা হন | আগেই সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | আজ স্থানীয় পারম্পরিক পোশাকে চিনের রাষ্ট্রপতিকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী |
চিনের রাষ্ট্রপতি শিং জিংপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যে দ্বিতীয়বার এই ঘরোয়া বৈঠকের জন্য প্রায় চব্বিশ ঘন্টা তারা চেন্নাই-মহাবলিপুরম থাকবেন। এদিন চেন্নাই বিমানবন্দরে চিন রাষ্ট্রপতি শি জিংপিং নামার পর তাঁকে ভারতীয় সংস্কৃতির নানা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে স্বাগত জানানো হয়।
তামিলনাড়ুর লোকসংস্কৃতি ও লোকনৃত্য এর মাধ্যম দিয়ে চিন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিন রাষ্ট্রপতি জিংপিং তামিলনাড়ুর এই ঐতিহাসিক বৈঠককে ঘিরে সমুদ্র উপকূল নগর মহাবালিপুরামে কোন পূর্বনির্ধারিত সূচি ছাড়া এই দু পক্ষের বৈঠক হবে। এই বৈঠকের বিশেষ করে দুদেশের সীমা ও শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা হতে পারে। শনিবার প্রায় দুপুর দেড়টা নাগাদ রাষ্ট্রপতি শি জিংপিং নেপালের উদ্দেশ্যে রওনা হবেন।