BRAKING NEWS

জলেফায় বিশেষ শিল্পাঞ্চলের অনুমোদন কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ সাব্রুমের পশ্চিম জলেফাতে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার জন্য নীতিগতভাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বাণিজ্য দপ্তর (সেজ)৷ এবছর জুন মাসে এখানে কৃষিভিত্তিক এস ই জেড গড়ে তোলার জন্য প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার৷ রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে আজ এই সংবাদ জানানো হয়৷


উল্লেখ্য, পশ্চিম জলেফাতে এই সেজ গড়ে তুলতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি টাকা৷ পরিকল্পনা অনুযায়ী এখানে রাবার ভিত্তিক শিল্প যেমন টায়ার তৈরি, রাবারের সূতা তৈরি, ব’ এবং পোষাক তৈরি শিল্প, বাঁশ ভিত্তিক শিল্প এবং কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠবে৷ বিনিয়োগ হবে প্রায় ১৫৫০ কোটি টাকা৷ এসব শিল্প গড়ে উঠলে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ সেজ গড়ে তুলতে প্রায় ২৫ হেক্টর জায়গার প্রয়োজন হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *