নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর ৷৷ শারদোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখার দাবিতে ৪টি বাম ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিদ্যুৎ নিগমের আধিকারিকের অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷

ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে মিথ্যা কথা বলেন, সেক্ষেত্রে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী সত্য কথা বলছেন তা তারা বিশ্বাস করতে পারছেন না৷ সে কারণেই বিদ্যুৎ মন্ত্রীর উপর আস্তা হারিয়ে তারা বিদ্যুৎ নিগমের অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে শারদোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন৷

