অসাবধনতায় নিরাপত্তা রক্ষীর বন্দুকের গুলি ব্যাঙ্কে, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ দুর্গোৎসব উপলক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত আগরতলা৷ ব্যস্ততার মধ্যে ব্যাংকের ভিতরে নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে গুলি বেরিয়ে দুজনকে আহত করেছে৷ বেসরকারি ব্যাংকে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বেরোনোর ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী আগরতলায়৷ তবে ওই গুলি কারোর শরীরে লাগেনি ঠিকই, কিন্তু ব্যাংকের দেওয়ালে লেগে টাইলস ভেঙে যায়৷ ওই টাইলসের টুকরো ছিটকে গিয়ে দুজনকে আহত করেছে৷ তাদের চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


আগরতলায় নেতাজি চৌমুহনিতে অবস্থিত এইচডিএফসি ব্যাংকে বেসরকারি নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে যায়৷ বন্দুকের গুলির বিকট আওয়াজে ব্যাংকের কর্মী এবং গ্রাহক-সহ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ওই নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলি ব্যাংকের দেওয়ালে গিয়ে লাগে৷ এতে দেওয়ালের টাইলস ভেঙে যায়৷ ওই টাইলসের টুকরো ছিটকে গিয়ে এক ব্যাঙ্ককর্মী টুটন দাস এবং গ্রাহক অজয়কৃষ্ণ পালের শরীরে লাগে৷ ফলে তাঁরা দুজনই আহত হন৷ সঙ্গে সঙ্গে তাঁদের আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে খবর পেয়ে ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ কিন্তু অসাবধানতায় বন্দুক থেকে গুলি বেরিয়ে দুর্ঘটনা ঘটায় পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি৷ পশ্চিম আগরতলা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেন, অসাবধানতায় ওই নিরাপত্তা রক্ষীর বন্দুক থেকে গুলি বেরিয়েছে৷ ফলে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷ তাছাড়া গুলিকাণ্ডে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি, তাই মামলাও হয়নি৷ ফলে ঘটনা সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়, জানান ওই পুলিশ আধিকারিক৷