দলবদ্ধ ধর্ষণ মামলায় টিআই প্যারেডে ৪ জন শনাক্ত, ধৃত ৬ জনকে পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ দলবদ্ধ ধর্ষণ মামলায় ধৃত ছয়জনকে আদালত ৫ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে৷ এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানান, গত ২৪ সেপ্ঢেম্বর ঊষাবাজারে এক মহিলাকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছিল৷ তাদের মধ্যে ৩ জন নাবালক৷ ধৃতদের মধ্যে ৪ জনকে নির্যাতিতা মহিলা টিআই প্যারেডে শনাক্ত করেছেন৷


সরকারি কেঁসুলি বলেন, ওই ঘটনায় প্রথমে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছিল৷ তাদের মধ্যে ২ জন নাবালক ছিল৷ আদালত দুই নাবালককে জুবেইনাল হোমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন৷ পুলিশ ধৃতদের রিমান্ডে নিতে আবেদন জানালেও আদালত ৩০ সেপ্ঢেম্বর টিআই প্যারেডের পর এ-বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছিল৷ এদিকে, গত ২৮ সেপ্ঢেম্বর আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদেরও রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছিল৷ কিন্তু আদালত তাদেরও টিআই প্যারেডের পর বিবেচনা করা হবে বলে রায় দেয়, জানান তিনি৷


তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশে ৩০ সেপ্ঢেম্বর ধৃতদের টিআই প্যারেড সম্পন্ন হয়েছে৷ ওই দিন আরও এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছিল৷ কিন্তু নাবালক হওয়ায় তাকেও জুবেইনাল হোমে পাঠানো হয়েছে৷ সরকারি কেঁসুলি জানিয়েছেন, টিআই প্যারেডে নির্যাতিতা ৬ জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করেছেন৷ তিনি বলেন, নির্যাতিতা মহিলা প্রিয়মাণি রায়, দীপক দেবনাথ, প্রদীপ দাস এবং প্রসেনজিৎ সরকারকে শনাক্ত করেছেন৷


তিনি আরও জানান, আদালত আজ পুলিশ রিমান্ড নিয়ে শুনানি হবে বলে আগেই স্থির করেছিল৷ সে-মোতাবেক আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছিল৷ আদালত ধৃত ৬ জনকে ৫ অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷