নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় চিনের নিন্দায় মুখর ভারত। শনিবার বিদেশমন্ত্রক মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, চিন খুব ভাল ভাবেই জানেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারত অবিচ্ছেদ্য অঙ্গ। আর তাই গোটা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় চিনের তরফ থেকে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের বিষয়ে একতরফা ভাবে পরিস্থিতির পরিবর্তন করা উচিত হয়নি। কাশ্মীরের প্রসঙ্গ উল্লেখ করে চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ ওয়াই কাশ্মীরকে বিবাদমান অঞ্চল হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং দ্বিপাক্ষিক বোঝাপড়া এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। এই প্রসঙ্গে রবীশ কুমার জানিয়েছেন, চিনের বিদেশমন্ত্রী জম্মু, কাশ্মীর, লাদাখের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চিন ভাল ভাবেই জানে। জম্মু, কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সম্প্রতি একাধিক পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান করা উচিত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিন ও পাকিস্তান যে করিডর গড়ে উঠেছে। তাতে করে পরিস্থিতি বদল হয়েছে। উল্লেখ করা যেতে পারে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি পর পাকিস্তান ও চিন বিষয়টি ভাল চোখে দেখেনি।

