দেশের থেকে পদ বড়, ৩৭০ ধারা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জে পি নাড্ডার

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দেশের থেকে পদ বড় কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগত প্রকাশ নাড্ডা। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিই রাজ্যের ক্ষমতা দখল করবে বলেও দাবি করেন নাড্ডা।

একাধিক কর্মসূচি নিয়ে শুক্রবার কলকাতায় এলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগত প্রকাশ নাড্ডা । এদিন ৩৭০ ধারা নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। ওই অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৩৭০ ধারা নিয়ে সরাসরি আক্রমণ করেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি| এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতা দি-র কাছে দেশের থেকে পদ বড়। তা না হলে ওঁকে প্রশ্ন করতে চাই, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা কেন করছিলেন? ওঁর কাছে জানতে চাই, আপনি কি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেন? আরে দেশ থাকলে তবে তো রাজনীতি থাকবে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি হয়। মমতাদি আপনার বিনাশ নিশ্চিত হয়ে গেছে।’

এদিনের অনুষ্ঠানে তাঁর আক্রমণের নিশানায় ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনার বক্তব্য পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে হাতিয়ার করছে। কী বলবেন আপনি?’ পাশাপাশি এদিনের সভা থেকে তাঁর দাবি আগামী বিধানসভা নির্বচনে রাজ্যের ক্ষমতা দখল করবে বিজেপি | আত্মবিশ্বাসী নাড্ডার কথায়, ‘দেওয়াল লিখন স্পষ্ট। তৃণমূল যাচ্ছে, আমরাই আসছি।’