মিছিলে বাধা পুলিশের, রাজ্যে গণতন্ত্র হরণের অভিযোগ তফশিলি সমন্বয় সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যপালকে ডেপুটেশন দেওয়ার জন্য মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, এই অভিযোগ তুলেছে তফশিলি জাতি সমন্বয় সমিতি৷ পুলিশের এই ভূমিকায় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সংগঠনের সভাপতি বিধায়ক রতন ভৌমিক এবং সম্পাদক বিধায়ক সুধন দাস৷ তাঁরা বিজেপি-আইপিএফটি জোট সরকারের সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন৷


বুধবার সাংবাদিক সম্মেলনে সুধন দাস বলেন, দলিত শোষণ মুক্তি মোর্চার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তফশিলি জাতি সমন্বয় সমিতি এই অংশের জনগণের জরুরি দাবিগুলোর ভিত্তিতে রাজ্যপালের কাছে গণডেপুটেশন দিতে অনেক আগেই পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল৷ পুলিশ কর্তৃপক্ষের সাথে কয়েক দফায় আলোচনার পর পুলিশের প্রস্তাবে সংগঠনের নেতৃত্ব জমায়েতের স্থানও পরিবর্তন করেছিলেন৷ পুলিশ কর্তৃপক্ষ গত রাতে পরিবর্তিত স্থান থেকে মিছিলের অনুমতি দেয়৷ তাই, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অনেক কষ্ট করে তফশিলি নারী, পুরুষ জমায়েতস্থলে মিলিত হন৷ কিন্তু আজ মিছিল শুরুর মুহূর্তে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার এসে জানান, মিছিল করা যাবে না, ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি৷ জোট সরকারের প্রধানের নির্দেশেই পুলিশকে দিয়ে মিছিলটি বন্ধ করানো হয়েছে বলেই মনে করেন তিনি৷


এদিন তিনি বলেন, বিজেপির রাজত্বে সমগ্র দেশে ধর্মীয় সংখ্যালঘু, তফশিলি উপজাতি, তপশিলি জাতি, মহিলাদের ওপর অকথ্য নির্যাতন চলছে৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তফশিলিদের অর্থনৈতিক দাবিদাওয়াগুলো পূরণের দাবিতে আজ গণডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল৷ তফশিলি অংশের মানুষকে জোট সরকার কী চোখে দেখে – শান্তিপূর্ণভাবে মিছিল করতে অনুমতি না দেওয়ার মধ্যে তার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, তোপ দাগেন তিনি৷ সাথে যোগ করেন, মিছিল করতে না দেওয়ায় সংগঠনের কর্মীরা প্যারাডাইস চৌমুহনিতেই বিক্ষোভ সভায় অংশ নিয়েছেন৷ এর পর ওই সভা শেষে দুজনের এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ তাঁর কথায়, রাজ্যপাল রাজ্যের বাইরে রয়েছেন৷ তাই, তাঁর স্থলে সচিব ডেপুটেশন গ্রহণ করেছেন৷


এদিকে, সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলিও তফশিলি সম্প্রদায়ের প্রতি অবহেলা, বঞ্চনা, নিপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ গণতন্ত্রপ্রিয় মানুষকে তফশিলিদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি জানাতে জোট সরকারের স্বৈরাচারের নিন্দা করতেও আহ্বান জানিয়েছে সিপিএম৷