অসমে ডাম্পারের ধাক্কায় অগ্নিদগ্ধ সরকারি গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু আবগারি ইনটেলিজেন্সের তিনজনের, রহস্যের গন্ধ

গোলাঘাট (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.): ফের বেপরোয়া ডাম্পার। এবার সংঘর্ষ আবগারি ইনটেলিজেন্স ব্যুরোবাহী টাটা সুমোর সঙ্গে। প্রচণ্ড সংঘর্ষে আবগারি ইনটেলিজেন্সের আধিকারিক-কর্মচারী-সহ তিনজন অকালে মৃত্যুবরণ করেছেন। একই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ তাঁদের সহকর্মী আরও তিনজনকে সংকটজনক অবস্থায় যোরহাট এবং গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনা গোলাঘাট জেলার মরঙিসার গ্রামের কাছে ৩৯ নম্বর জাতীয় সড়কে বুধবার মধ্যরাতে সংঘটিত হয়েছে। মর্মান্তিক ঘটনার পিছনে সুরা-মাফিয়াদের হাত, সন্দেহ নানা মহলের।

সূত্রের খবর, অবৈধ সুরার বিরুদ্ধে বিশেষ অভিযানে যোরহাট থেকে গতকাল একটি টাটা সুমো (এএস ০১ ডিজে ০৮০১) নিয়ে আবগারি ইনটেলিজেন্স ব্যুরোর ছয় জনের দল গোলাঘাট আসে। এখান থেকে রাতে তাঁরা গুয়াহাটির উদ্দেশে রওনা হন। কিন্তু গোলাঘাটের মরঙিসার গ্রামের কাছে বিপরীত দিক থেকে দুরন্ত এক ডাম্পার (এনএল ০৫ জি ১০৪৯) এসে সরাসরি টাটাসুমোকে ধাক্কা মারে। সংঘর্ষ এতই ভয়ংকর ছিল যে টাটা সুমোয় সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগ ঘটে এবং সবাই আগুনে ঝলসে যান। এতে সুমোর ছয় আরোহীর দু’জন ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিহতদের আবগারি গোয়েন্দা অফিসার শামু মাইবংসা এবং আবগারি কনস্টেবল রমেন বনজাঙর। রমেনের বাড়ি গুয়াহাটির হেঙেরাবাড়ি এলাকায় নবজ্যোতি ক্লাবরোডে।

এদিকে আহত অন্য চারজনকে সংকটজনক অবস্থায় প্রথমে গোলাঘাট সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। যোরহাট মেডিক্যাল কলেজে হরেকৃষ্ণ কুমার নামের আরেকজনের মৃত্যু হয়। যোরহাট মেডিক্যালে তানু ইনজাল নামের একজনের চিকিৎসা চলছে তবে জাহিদুল হক এবং সুমোর চালক রাহুল সিংকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে গোলাঘাটের পদস্থ পুলিশ অফিসারের এক টিম। তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে আহত জাহিদুল হক এবং তনু ইনজাল বলেছে, আবগারি কমিশনারের নিৰ্দেশে তাঁরা যোরহাট হয়ে গোলাঘাটে গিয়েছিলেন। জানা গেছে, গতকাল বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ গোলাঘাট জেলা আবগারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন গুয়াহাটির গোয়েন্দা অফিসাররা। রাতে গোপন অভিযান চালানো হবে, এজন্য গোলাঘাট থেকে আবগারির আরেকটি দল তিনি চেয়েছিলেন। কিন্তু দলের অপেক্ষা না করে রাতেই গোলাঘাট আবৰ্ত ভবন থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হয় শামু-বাহিনী।

অন্যদিকে, এ ঘটনাকে এক পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে নানা মহল। সন্দেহ সুরা মাফিয়ার বিরুদ্ধে। একাংশের অভিযোগ, অবৈধ অরুণাচলি সুরার বিরুদ্ধে অভিযান চালাতে এসে পরিকল্পিত হত্যাকাণ্ডের বলি হয়েছেন এই সকল আবগারি আধিকারিক–কৰ্মচারী। কেননা, গত ৩০ আগস্ট রাতে শিবসাগরে অনুরূপ এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলন অসমের চার বন কর্মী। তাই গতরাতে আবগারি গোয়েন্দা বাহিনীর রহস্যজনক সড়ক দুর্ঘটনার উপযুক্ত তদন্তের দাবি উঠেছে নানা মহল থেকে। এদিকে, দুৰ্ঘটনার পর ঘাতক ডাম্পার ছেড়ে  ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালক ও খালাসি। পুলিশ তাদের খুঁজছে। তলব করা হয়েছে ডাম্পারের মালিককে।