
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর লাগোয়া বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীরা| প্রস্তুতিও শুরু করে দিয়েছে জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীদের একটি মডিউল| ওই মডিউলের ৮-১০ জন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার চালানোর জন্য পরিকল্পনা করছে| গোয়েন্দা সূত্রে এই হামলার খবর পাওয়ার পরই জম্মু ও কাশ্মীর লাগোয়া বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে| বিশেষ করে শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট ও হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে|
বুধবার শীর্ষস্থানীয় সরকারি সূত্রের খবর, জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীদের একটি মডিউল সম্পর্কে সতর্ক করেছে গোয়েন্দা বিভাগ| ওই মডিউল জম্মু ও কাশ্মীর লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে পারে| তাই শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, হিন্দোন প্রভৃতি বায়ুসেনা ঘাঁটিতে উচ্চ সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে| সর্বক্ষণ গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে শীর্ষ আধিকারিকদের| জইশ সন্ত্রাসবাদীদের গতিবিধি বুঝতে পারা মাত্রই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে|

