গত ১ বছরে ৪টি সন্ত্রাসবাদী মামলার সমাধান : কিশত্বরে গ্রেফতার ৩ হিজবুল জঙ্গি

জম্মু, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : বিগত এক বছরে জম্মু ও কাশ্মীরের কিশত্বরে ৪টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। সিআরপিএফ, সেনাবাহিনী ও এনআইএ টিমের সহায়তায় যার সমাধান সম্ভব হয়েছে বলে সোমবার জানালেন জম্মু জোনের পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মুকেশ সিং। এই একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ মামলায় এখনও পর্যন্ত কিশত্বরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই তিনজনই হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জম্মু জোনের আইজিপি মুকেশ সিং জানান, “গত এক বছরে কিশত্বরে ৪টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। কিশত্বরে পুলিশের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা বিগত ১ বছরের এই ৪টি মামলার সমাধান করতে সক্ষম হয়েছি।” তিনি আরও জানান, “এখন পর্যন্ত আমরা এই মামলায় ৩ জন হিজবুল জঙ্গিকে গ্রেফতার করেছি। চন্দ্রকান্ত শর্মা (বিজেপি) এবং তাঁর পিএসও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তিনজনকে। ধৃত এই তিনজনের মধ্যে একজন নিসার আহমদ শেখ, হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছিল এবং অনিল পরিহর (বিজেপি) নামে অপর ব্যক্তি হত্যার সময় উপস্থিত ছিল।”