নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে আবারো ছিনতাইবাজদের কবলে পড়ে দুই লক্ষ টাকা খোয়ালেন বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের গজারিয়ার বাসিন্দা সুভাষ বৈদ্য৷ ঘটনা সেপ্ঢেম্বর মাসের ১৭ তারিখ আগরতলার প্রগতি সুকলের মাঠের সামনে৷ জানা যায় সম্প্রতি ঋষ্যমুখের দেবীপুরের গজারিয়ার বাসিন্দা সুভাষ বৈদ্য আগরতলা জায়গা ক্রয় করিবার ইচ্ছা প্রকাশ করেন৷

সেই মোতাবেক দেবব্রত মহাজনের কথায় আগরতলায় বাড়ির জায়গা ক্রয় করার জন্য দুই লক্ষ টাকা নিয়ে গত ১৬ সেপ্ঢেম্বর আগরতলা আসেন তিনি৷ সাথে ছিল বাড়ির পাশের বিকাশ মহাজন ও দেবব্রত মহাজন৷ সেই দিন আগরতলার সুর্য্যমনি নগরে রাত্রি যাপন করার পর,পরের দিন ১৭ সেপ্ঢেম্বর সকাল বেলায় দেবব্রত ও বিকাশ মহাজন জায়গা দেখানোর জন্য প্রথমে বটতলা , তারপর কের চৌমুহনি হয়ে দুর্গাচৌমুহনিতে নিয়ে আসে সুভাষ বৈদ্যকে৷ তারপর সুভাষ বৈদ্যর সন্দেহ হওয়াতে বিকাশ ও দেবব্রতকে বলে সে বিলোনিয়াতে চলে যাবে৷
এরপর প্রগতি সুকলের সামনে দিয়ে চলে আসার সময় হঠাৎ কিছু অজ্ঞাত ব্যাক্তি ছুরি দেখিয়ে টাকা নিয়ে চম্পট দেয়৷ থানায় মামলা করার জন্য থানার উদ্দেশ্যে রওনা হলে বিকাশ ও দেবব্রত বাধা দিয়ে বলে তাদের সাথে কথা বলে টাকা ফিরিয়ে দেবে৷ কিন্তু পাচ দিন অতিক্রান্ত হওয়ার পর তাদের কাছ থেকে কোন সাড়া না পেয়ে বিলোনিয়া থানাতে মামলা করতে যাওয়ার পর থানা থেকে আগরতলার ঘটনা বলে সেখানে মামলা দায়ের করার জন্য বলে সুভাষ বৈদ্যকে৷

