
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়াদিল্লিতে এই নিয়ে চতুর্থ সাংবাদিক বৈঠকে শুক্রবার বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে অর্থনীতিতে কর্পোরেট কর হ্রাস এবং অন্যান্য আর্থিক ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণাগুলি তুলে ধরা হ’ল:
বড় ছাড় কর্পোরেট করে
অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট মহলকে খুশি করার রাস্তা বেছে নিলেন অর্থমন্ত্রী। ঘোষণা করলেন, কমানো হচ্ছে কর্পোরেট কর। কর্পোরেট কর কমিয়ে ২২ শতাংশ করা হচ্ছে। সারচার্জের পর যা দাঁড়াবে ২৫.১৭ শতাংশ। পূর্বে যা ছিল ৩৪.৯৪ শতাংশ। অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি শিল্পমহল।
মিনিমাম অলটারনেট ট্যাক্স-এ ১৫ শতাংশ ছাড় শুক্রবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ঘোষণা করেন, ন্যূনতম বিকল্প কর বা মিনিমাম অলটারনেট ট্যাক্স (এমএটি – ম্যাট) কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। ছাড়/ ইনসেনটিভ না পাওয়ায় দেশীয় সংস্থাগুলিকে ন্যূনতম বিকল্প কর (ম্যাট) দিতে হবে না। নতুন দেশীয় সংস্থা, যেগুলি ১ অক্টোবর, ২০১৯ বা তার পরে অন্তর্ভুক্ত হয়েছে, উৎপাদনে নতুন বিনিয়োগ করে ১৫ শতাংশ হারে আয়কর দিতে পারে, আগে যে হার ছিল ২৫ শতাংশ। তবে, সংস্থাগুলি কোনও ছাড়/ ইনসেনটিভ গ্রহণ না করলে এবং ৩১ মার্চ, ২০২৩ সালের মধ্যে উৎপাদন শুরু করলে সামান্য কর প্রযোজ্য হবে। এতে কার্যকর করের হার সারচার্জ এবং শুল্ক সহ ১৭.০১ শতাংশ হবে, যা এর আগে ছিল ২৯.১২ শতাংশ। নতুন দেশীয় সংস্থাগুলিকেও ম্যাট দিতে হবে না।
ঋণ নিয়ে তিনটি ঘোষণা
১. ঋণ শোধ করতে সমস্যা হলেও ২০২০-র মার্চ পর্যন্ত ছোট-মাঝারি শিল্পের ঋণকে এনপিএ তকমা দেওয়া যাবে না; ২. উৎসবের মরসুমের আগে ৪০০ জেলায় ঋণ-বণ্টন অনুষ্ঠান; এবং ৩. আগে ঋণ নেওয়া একজনকে ফের ঋণ দেওয়া হলে নতুন পাঁচ জনকে ঋণ দিতে হবে।
অর্থমন্ত্রী এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের ছোট-মাঝারি শিল্পের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁর নির্দেশ, ব্যাঙ্কের ঋণ কিস্তিতে মেটানোয় কোনও ছোট-মাঝারি শিল্প সংস্থার সমস্যা হলেও আগামী মার্চ পর্যন্ত তাদের নেওয়া টাকাকে অনাদায়ী ঋণ বা এনপিএ তকমা দেওয়া যাবে না। বরং কীভাবে নতুন পুঁজির জোগান দিয়ে বা ঋণ শোধ করার জন্য সহজ ব্যবস্থা করা যায়, তা দেখতে হবে। সাধারণত কিস্তিতে ঋণ শোধ করায় ৯০ দিনের বাধা পড়লে তা এনপিএ-র তকমা দেওয়া হয়। অর্থমন্ত্রীর যুক্তি, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা রয়েছে, ছোট-মাঝারি শিল্পের ক্ষেত্রে এই ধরনের ঋণে ২০২০-র ৩১ মার্চ পর্যন্ত এনপিএ ঘোষণা না-করে তাদের ঋণ শোধের বা পুঁজি জোগানের ব্যবস্থা করা যাবে।
বিদেশি সংস্থার লগ্নির উপর বাড়তি সারচার্জ নয়
বাজেটে অতি-ধনীদের আয়করের উপর বাড়তি সারচার্জ চাপিয়েছিলেন অর্থমন্ত্রী সীতারমণ। যার আওতায় চলে আসে মূলধনী বাজারে বিদেশি সংস্থার লগ্নিও (ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই)। শুক্রবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, বাজারে বিনিয়োগ বজায় রাখতে বিদেশি সংস্থার লগ্নিতে বাড়তি সারচার্জ প্রযোজ্য হবে না।
বাইব্যাকে করছাড়
যে যে সংস্থাগুলি ২০১৯-এর জুলাইয়ের আগে বাজার থেকে নিজেদের শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের ওই শেয়ারের উপর কোনও কর দিতে হবে না। অর্থমন্ত্রীর এই ঘোষণাতেই স্বস্তি শিল্পমহলে।
একলাফে বাড়ল সেনসেক্স-নিফটি
অর্থমন্ত্রীর ঘোষণার পর পরই চাঙ্গা বাজার। একলাফে ১১০০ পয়েন্ট উঠল সেনসেক্স। বর্তমানে ৩৭ হাজারের কাছাকাছি রয়েছে। বেড়েছে নিফটিও।
বছরে ₹১.৪৫ লাখ ক্ষতি!
এই নতুন কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে বছরে সরকারের ১.৪৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হবে বলেও মেনে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাংবাদিক বৈঠকের পর একলাফে ১১০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। কেন্দ্রীয় উদ্যোগে বিনিয়োগের আশা দেখছে বাজার।
