ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে রাজ্যের ২২টি কলেজে একযোগে ডেপুটেশন এবিভিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে শুক্রবার ডেপুটেশন দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ এ-বিষয়ে পরিষদের ত্রিপুরার সাংগঠনিক সম্পাদক রূপম দত্ত বলেন, কলেজে পঠন-পাঠনের সুপরিবেশের জন্য ছাত্র সংসদ গঠন খুবই জরুরি৷ কিন্তু উদ্বেগের বিষয় হল, দু বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না৷


ত্রিপুরায় কলেজেগুলিতে প্রচুর সমস্যা রয়েছে৷ এই অভিযোগ এনে সরব হয়েছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ আজ পরিষদের ত্রিপুরার সাংগঠনিক সম্পাদক রূপম দত্ত দাবি করেন, কলেজের সমস্যা সমাধানে ছাত্র সংসদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে৷ কারণ, ছাত্ররা কলেজে পঠন-পাঠনের সুপরিবেশ না থাকলে তাঁদের ভবিষ্যত গড়ে উঠবে না৷ তাঁর কথায়, প্রতিটি কলেজ সমস্যায় দীর্ণ৷ অথচ, শিক্ষা দফতরের সে-দিকে কোনও নজর নেই৷


তাঁর অভিযোগ, শিক্ষা দফতরের জন্যই গত দু-বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না৷ তিনি জানান, ২০১৭ সালে অন্তিমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ কিন্তু, শিক্ষা দফতরের জন্য গত বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি৷ তবে, শিক্ষা দফতর কেন নির্বাচন হতে দিচ্ছে না, সে-বিষয়ে তিনি কোনও সদুত্তর দেননি৷


রূপমবাবু জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন এবং কলেজের সমস্যা সমাধানের দাবিতে আজ ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে এবিভিপি-র সদস্যরা ডেপুটেশন প্রদান করেছেন৷