নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ মোবাইল চোর সন্দেহে এক যুবককে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন করা হয়েছে৷ ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷

ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের রেল কলোনির বাসিন্দা কিষাণ দেবনাথ (২০)-এর সংঘবদ্ধ হামলায় মৃত্যু হয়েছে৷ তার বিরুদ্ধে গতকাল রাতে মোবাইল চুরির অভিযুক্ত উঠেছে৷ পুলিশ জানিয়েছে, রেল কলোনির বাসিন্দা দিলীপ দাসের মোবাইল গতকাল রাতে চুরি হয়েছিল৷ তাঁর অভিযোগ, কিষাণ দেবনাথ মোবাইল চুরি করেছে৷ তাকে সন্দেহ করার কারণ হল, ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে৷
কুমারঘাট থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন, আজ সকালে দিলীপ দাস আরও তিনজনকে সাথে নিয়ে রেল কলোনী মাঠ সংলগ্ণ স্থানে কিষাণ দেবনাথকে প্রচণ্ড মারধর করেছেন৷ এতে গুরুতরভাবে আহত হয় কিষাণ৷ তার মা খবর পেয়ে বিষয়টি কুমারঘাট থানায় জানান৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ কুমারঘাট হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷
তিনি জানান, ওই ঘটনায় পুলিশ দিলীপ দাস, সুকেশ দাস এবং রঞ্জন সুত্রধরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে৷ প্রকাশ্য দিবালোকে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় কুমারঘাট রেল কলোনি এলাকা থমথমে৷

